যুবদল নেতার দখলে থাকা ৫০ একর জমি মুক্ত

উপজেলা প্রতিনিধি, মহেশখালী (কক্সবাজার)
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ২১: ৪৫

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বড়দিয়া এলাকায় বন বিভাগের জমিতে অবৈধভাবে তৈরি হতে যাওয়া একটি চিংড়ি ঘের গুঁড়িয়ে দিয়ে ৫০ একর জমি দখলমুক্ত করেছে বন বিভাগ। অভিযোগ রয়েছে, স্থানীয় যুবদলের এক নেতা এই চিংড়ি ঘের তৈরির সঙ্গে জড়িত।

রোববার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক কক্সবাজারের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। গোরকঘাটা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আইয়ুব আলীর নেতৃত্বে বড়দিয়া, ঘটিভাঙ্গা এবং ঝাপুয়া বিটের কর্মকর্তা ও স্টাফসহ অর্ধশতাধিক শ্রমিক এই অভিযানে অংশ নেন। বড়দিয়া বিটের ঘটিভাঙ্গা মৌজার ১০০২ নম্বর দাগ ও সংলগ্ন চর ভরাট এলাকার সংরক্ষিত বনভূমিতে বাইন গাছ কেটে এই চিংড়ি ঘের তৈরির চেষ্টা চলছিল।

বিজ্ঞাপন

মহেশখালী পরিবেশবাদী সংগঠন, স্থানীয় সচেতন মহল এবং বন বিভাগ সূত্রে জানা গেছে, এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত মহেশখালী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ। তার নেতৃত্বে লিয়াকত আলী মনু, খায়রুল আমিন, আজম উল্লাহ, আব্দুল গফুর, আবু বক্কর, এবং আবু সৈয়দ ভেট্রাসহ একটি চক্র প্রায় ৫০ একর বনভূমির বাইন গাছ কেটে চিংড়ি ঘের তৈরির চেষ্টা করছিল।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স্থানীয় পরিবেশবাদী সংগঠনের নেতারা এই ধরনের দখলদারির তীব্র নিন্দা জানিয়েছেন এবং বন বিভাগের এই সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, ভূমিদস্যুদের অবৈধ দখলের কারণে মহেশখালীর উপকূলীয় এলাকায় বনভূমি ব্যাপক হারে কমে যাচ্ছে, যার ফলে ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে হচ্ছে মহেশখালীবাসীকে। তাই দখলদাররা যে দলেরই হোক না কেন, তাদের বয়কট করা উচিত। স্থানীয় সচেতন মহলও বন বিভাগের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত