যুবদলে পদ বাণিজ্য, ইউনিয়ন সভাপতির আশ্বাসে আদায় সাড়ে ৩ লাখ

অভিযোগ তদন্তে জেলা কমিটি

এসএম ইউসুফ আলী, ফেনী
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৩৪

ফেনীর দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলুর বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ উঠেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) খোন্দকার মো. বেলাল হোসেন নামে এক যুবদল কর্মী এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত অভিযোগ জমা দেন।

বিজ্ঞাপন

অভিযোগে উল্লেখ করা হয়, ব্যক্তিগত অসুবিধার কথা বলে ডিপলু প্রথমে তার কাছ থেকে ১ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে সিন্দুরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক করার আশ্বাস দিয়ে আরও ২ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। কয়েক দফায় মোট সাড়ে তিন লাখ টাকা নিলেও প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে অভিযোগ করেন বেলাল।

তিনি দাবি করেন, শুধু তার কাছ থেকেই নয়, ডিপলু বিভিন্ন ইউনিয়নের বহু কর্মীর কাছ থেকে পদ দেয়ার আশ্বাসে টাকা নিয়েছেন। অনেকে তার ভয়ে মুখ খুলতে সাহস করছেন না।

এ বিষয়ে কবির আহমেদ ডিপলু অভিযোগ অস্বীকার করে বলেন, আর্থিক লেনদেনের অভিযোগ সত্য নয়।

জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, অভিযুক্ত ডিপলু ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে যুবলীগ ছেড়ে যুবদলে যোগ দেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত