চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫২.৫৭ শতাংশ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৩: ২৯

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফল জানা যায়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৫২.৫৭ শতাংশ। মোট জিপিএ–৫ পেয়েছেন ৬ হাজার ৯৭ জন শিক্ষার্থী।

তিনি জানান, চট্টগ্রাম নগরে পাসের হার ৭০.৯০ শতাংশ, জেলায় ৪৩.৬৩ শতাংশ। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার ৪১.২৪ শতাংশ, খাগড়াছড়িতে ৩৫.৫৩ শতাংশ এবং বান্দরবানে ৩৬.৩৮ শতাংশ। কক্সবাজারে পাসের হার ৪৫.৩৯ শতাংশ।

চট্টগ্রাম বোর্ডে এ বছর পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২ হাজার ৯৭০ জন। তাদের মধ্যে পাস করেছেন ৫৩ হাজার ৫৬০ জন। ছাত্রদের পাসের হার ৪৮.৯৫ শতাংশ, আর ছাত্রীদের ৫৫.৪৯ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৭৮.৭৫ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৫.৩০ শতাংশ, আর মানবিক বিভাগে সবচেয়ে কম ৩৭.০৮ শতাংশ।

বোর্ড কর্মকর্তারা জানান, গতবারের তুলনায় এবার পাসের হার ও জিপিএ–৫ অর্জন উভয়ই কিছুটা কমেছে। ইংরেজি, যুক্তিবিদ্যা ও আইসিটি বিষয়ে ফল খারাপ হওয়ায় পাসের হার কমেছে।

তারা আরও জানান, মন্ত্রণালয়ের নির্দেশে মেধার সঠিক মূল্যায়নের জন্য ওভার মার্কিং বন্ধ করা হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। নির্ধারিত সময়ের কিছুদিন পর স্থগিত কিছু পরীক্ষাও সম্পন্ন করা হয়।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, সচিব এ কে এম সামছু উদ্দিন আজাদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত