চবি প্রশাসনের পদত্যাগ চায় ছাত্রদল

প্রতিনিধি, চবি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৫৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পুরো প্রশাসনের পদত্যাগ দাবি করেছে শাখা ছাত্রদল। দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুর ৩টার দিকে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে এসে শেষ হয়।

জুলাই পরবর্তী প্রশাসন শিক্ষার্থীদের তেমন কোন আকাঙ্খা পূরণ করতে পারেনি উল্লেখ করে শাখা সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসন নিশ্চত করতে পারেনি, নিরাপদ খাবার নেই। শিক্ষার্থীদের নিরাপত্তা এখন হুমকির মুখে। আমরা এই ব্যার্থ প্রশাসনের পদত্যাগের দাবি জানাচ্ছি। এ প্রশাসনের অব্যাহতি না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।

শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন বলেন, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে পারছে না। এখনো পর্যন্ত কারো নামে মামলা দিতে পারেনি। আমরা সেই প্রশাসনের পদত্যাগ দাবি করছি।

এর আগে, এর আগে, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে পরদিন বিকাল ৪টা পর্যন্ত দফায় দফায় শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত