লক্ষ্মীপুরে ফার্মেসির আড়ালে মদ বিক্রির অভিযোগে ৩জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের থানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ২৩ বোতল কেরু অ্যান্ড কোম্পানির মদ।
গ্রেপ্তারকৃতরা হলেন বাঞ্চানগর গ্রামের হারান চন্দ্র সাহার বাড়ির মৃত রাধা বল্লভ সাহার ছেলে কিশোর কুমার সাহা (৬২), তার ছেলে জয় সাহা (৩০) ও মৃত অনিল চন্দ্র বাচার ছেলে শ্রীধাম চন্দ্র বাচার (৪৩)।
লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহরের থানা রোড এলাকার নদী বাংলা রশীদ চৌধুরী কমপ্লেক্স সংলগ্ন জয় ফার্মা ফার্মেসির আড়ালে মদ বিক্রি করেন। পরে অভিযান চালিয়ে ফার্মেসির পিছনে কিশোর কুমার সাহার বাসা থেকে ২৩ বোতল মদ উদ্ধার করা হয়।
একই সাথে বিপুল পরিমাণ খালি বোতলও পাওয়া যায়। এ ঘটনায় আমরা কিশোর কুমার সাহা, তার ছেলে জয় সাহা ও ফার্মেমির কর্মচারী শ্রীধাম চন্দ্র বাছাড়কে গ্রেপ্তার করি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে তাদের থানায় প্রেরণ করা হবে।

