আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর সাত মামলায় জামিন

চট্টগ্রাম ব্যুরো
শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর সাত মামলায় জামিন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমীন পরপর দুই দিনে চার হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এছাড়াও এই পর্যন্ত তাদের মোট সাতটি মামলার জামিনের কাগজ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগোরে পৌঁছেছে।

বিজ্ঞাপন

ছোট সাজ্জাদ নগরের বাকলিয়ার জোড়া খুন, সন্ত্রাসী সরোয়ার বাবলা খুন ও আলোচিত ১০ খুনসহ ১৯ মামলার আসামি। তবে আরো মামলা থাকায় এখনই তাদের মুক্তি মিলবে না।

জামিনের বিষয়টি স্বীকার করে সাজ্জাদের আইনজীবী আবু বক্কর সিদ্দিক শনিবার জানান, কারাবন্দি সাজ্জাদ ও তামান্না চারটি মামলায় জামিন পেয়েছেন। সেই জামিননামা কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, তাদের দুজনের মোট সাতটি মামলায় জামিন হয়েছে। সেগুলোর কাগজ গত সপ্তাহে কারাগারে এসেছে। আমরা সংশ্লিষ্ট কারাগারে পাঠিয়েছি।

জানা যায়, চারটি মামলায় জামিন হয় গেল সেপ্টেম্বরে। পুলিশ, প্রশাসন ও সাংবাদিকদের থেকে জামিনের বিষয়টি আড়ালে রাখতে নানা কৌশলেরও আশ্রয় নিয়েছেন সাজ্জাদ। তবে শেষ পর্যন্ত খবর গোপন থাকেনি। ডিসেম্বরে জামিনের কাগজ চট্টগ্রামের এসে পৌঁছানোর পর গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে খবরটি প্রকাশ পায়। সাজ্জাদের বিরুদ্ধে ১৯টি ছাড়াও তার স্ত্রী তামান্নার বিরুদ্ধে রয়েছে একাধিক খুনসহ আটটি মামলা।

কারাগার সূত্রে জানা যায়, তামান্নার প্রায় সবকটি মামলায় জামিন হয়েছে। কিছু দিনের মধ্যে তিনি মুক্তি পেতে পারেন। তবে সাজ্জাদের আরো বেশ কয়েকটি মামলা রয়েছে যেগুলোর জামিন হয়নি। সাজ্জাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর আসামি তামান্না শারমীন। তবে কিছু মামলায় তামান্না আসামি হিসেবে নেই।

জানা যায়, গত বছরের ১৯ আগস্ট চান্দগাঁও থানায় দোকান কর্মচারী শহিদুল ইসলাম হত্যা মামলায় সাজ্জাদ ও তামান্নাকে গত ১৫ সেপ্টেম্বর জামিন দেন হাইকোর্ট। একই দিন হাইকোর্টের একই বেঞ্চে ২০২৪ সালের ১৮ আগস্ট পাঁচলাইশ থানার ওয়াসিম আকরাম হত্যা মামলায় এ দম্পতিসহ তিনজনকে জামিন দেওয়া হয়। এক সপ্তাহের ব্যবধানে ২২ সেপ্টেম্বর ওই একই বেঞ্চ ২০২৪ সালের ২৮ আগস্ট পাঁচলাইশ থানার দোকান কর্মচারী মো. ফারুক হত্যা মামলায় তামান্না ও সাজ্জাদ জামিন পান। ওই দিনই পাঁচলাইশ থানার আফতাব উদ্দিন তাহসীন হত্যা মামলায়ও জামিন পান তারা।

চারটি মামলাতেই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজ্জাদ ও তামান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত বেঞ্চ। গত ১৫ ও ২২ সেপ্টেম্বর জামিন হলেও নির্দেশ অনুসারে হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার মো. ইউসুফ আলী যথাক্রমে ১৮ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর সই করেন। সেই জামিনের নির্দেশ চট্টগ্রাম আদালতে পৌঁছে ৮ ডিসেম্বর।

অভিযোগ ওঠেছে, সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন আড়াই মাস আগে হলেও বিষয়টি বাবলা হত্যার কারণে আড়ালে রাখা হয়। গত ৮ ডিসেম্বর তাদের জামিনের কাগজ চট্টগ্রাম আদালতে পৌঁছেছে বলে জানা যায়। গত মঙ্গলবার চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ জামিনের কাগজ পাওয়ার পর সংশ্লিষ্ট কারাগারে সেগুলো পাঠায়। বর্তমান ছোট সাজ্জাদ রাজশাহী ও তার তামান্না ফেনী কারাগারে আছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন