চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১১: ৫৯
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১২: ২৯
ছবি: আমার দেশ

তিন দফা দাবিতে দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (চুয়েট) চলছে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি।

বিজ্ঞাপন

চুয়েটের পানিসম্পদ প্রকৌশল বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক ছুটি। তবে শুক্রবার ছাড়া বাকি সব দিন আমাদের পরীক্ষা হয়। আজকের পরীক্ষাও আমরা বয়কট করেছি এবং শাটডাউন কর্মসূচি পালন করছি।

গতকাল বুধবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলন সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করে। ঘোষণায় বলা হয়, বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শাটডাউন পালন করা হবে।

ctg-2

সকাল থেকে চুয়েট ক্যাম্পাসে কোনো বিভাগেই ক্লাস বা পরীক্ষা হয়নি বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীরা সংগঠিত অবস্থায় দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে শুধু পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা। দশম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীরা নয়, উচ্চতর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন—এমন ব্যবস্থা করা।

শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাই ‘প্রকৌশলী’ (Engineer) উপাধি ব্যবহার করতে পারবেন—এ বিষয়ে সরকারি উদ্যোগ নেয়া।

এদিকে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী প্রকৌশলীদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত