ফেনীতে পূজায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৪: ৫৪

ফেনীতে দুর্গাপূজায় নাশকতার পরিকল্পনার অভিযোগে সুকলভ মজুমদার (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলার দাগনভূঞা উপজেলা জায়লস্কর ইউনিয়নের হীরাপুর গ্রামের অর্জুন মজুমদারের ছেলে।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে ফেনী মডেল থানায় নেয়া হয়।

বিজ্ঞাপন

এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফেনীর মহিপালে ছাত্র-জনাতার উপর আওয়ামী লীগের গুলিতে ৮ জনকে হত্যার ঘটনায় অর্থ জোগানদাতা হিসেবে তার নাম উঠে আসে।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সুকলভ মজুমদার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জায়লস্কর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

স্থানীয়দের দাবি, দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনায় জড়িত ছিলেন তিনি। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফেনীর মহিপালে সংঘটিত গণহত্যায় অর্থ জোগানদাতা হিসেবে তার নাম উঠে আসে। ২০২৩ সালে নিজ ইউনিয়নের সিলোনীয়া বাজারে বিএনপির মিছিলে হামলা চালিয়ে দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে মারাত্মক আহত করা হয় তার নেতৃত্বে।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে কতটি মামলা বা অভিযোগ রয়েছে, তা জানা যায়নি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত