সাংবাদিক কল্যাণ ট্রাস্টে দল বিবেচনা করা হয় না: এম. আবদুল্লাহ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ০৫

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক এম. আবদুল্লাহ বলেছেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টে বিগত সরকারের ১৫ বছরে একচোখা নীতিতে সাংবাদিকদের সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আমরা দলকানা হইনি। আমি যদি একতরফা ভাবে সহায়তা দিয়ে থাকি, তাহলে আমিও তো তাদের সমান হয়ে যাবো। আমাদের কল্যাণ ট্রাস্টে কোনো দল বিবেচনা করা হয় না। আমরা বিবেচনা করি সাংবাদিক কিনা, যে গ্রাউন্ডে সহায়তার আবেদন করা হয়েছে সেটা সঠিক কিনা।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ দিন কক্সবাজার, চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার সাংবাদিকদের চেক বিতরণ করা হয়।

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আবদুল্লাহ আরও বলেন, বিগত একবছরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বাজেট বরাদ্দ ৩৩ শতাংশ বাড়াতে পেরেছি। এটি সাফল্য কিনা জানি না, তবে সাংবাদিকদের জন্য সর্বোচ্চ করার চেষ্টা করছি। এবার পঞ্চম দফায় চেক বিতরণ করা হচ্ছে। চলতি বছর এটা প্রথমবার। প্রতি তিনমাস পরপর সহায়তার চেক বিতরণ করা হয়। চলতি অর্থবছরে ২ কোটি ৯ লাখ টাকার চেক বিতরণ করা হবে।

আবদুল্লাহ আরও বলেন, কল্যাণ ট্রাস্টের অনেক কাজ করার সুযোগ আছে। আমরা সাংবাদিকদের মেধাবী সন্তানদের মধ্য থেকে ৩৩০ জনকে বৃত্তি দিয়েছি। ১৫০০ সাংবাদিকের ঘরে ঈদের প্যাকেজ পৌঁছানো হয়েছে। সাংবাদিকদের জন্য ফেলোশিপের ঘোষণা আসছে। ৬৫ বছরের পর অবসরে যাওয়া সাংবাদিকদের জন্য মাসিক ভাতার প্রস্তাবণা করা হয়েছে। স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ঢাকায় ১৫০০ মানুষের জন্য আধুনিক হাসপাতাল করার চেষ্টা চলছে। ঢাকাসহ সারাদেশে যেন সাংবাদিকরা বিনাপয়সায় স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা করাতে পারেন সেটারও চেষ্টা চলছে।

এই চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, কক্সবাজার জেলা তথ্য কর্মকর্তা আবদুছ সাত্তার, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সভাপতি নুরুল ইসলাম হেলালী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী।

এবার ২৪ জন সাংবাদিককে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এদের মধ্যে কক্সবাজার জেলার ৯ জন, চট্টগ্রাম জেলার ১১ জন ও রাঙ্গামাটি জেলার ৪ জন রয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত