জেলা প্রতিনিধি, ফেনী
ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কলেজ ছাত্রদল নেতাসহ চার মদকসেবীর সাজা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরতলীর লালপোল বেদেপল্লীতে এ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল হোসেন তমাল ও ফারাজ হাবিব খান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেদেপল্লীতে মাদক সেবনকালে, চারজনকে আটক করা হয়। আটককৃতদের মাদক নিয়ন্ত্রণ আইনে তিনদিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল হোসেন তমাল।
সাজাপ্রাপ্তরা হলেন, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও দাগনভূঞা উপজেলার মোমারিজপুর গ্রামের জয়নাল আবেদীন ছেলে জাহিদ আবেদীন সাগর (২৬), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মারই কমনহাতা গ্রামের শেখ ফরিদের ছেলে আব্দুল মন্নান (৩৫), ফরিদপুরের পাঁচখাইচাইল গ্রামের নুরুল ইসলামের ছেলে সবুজ মিয়া (৩২) ও বরিশালের বহিলাতলি গ্রামের দুলাল হাওলাদারের ছেলে বশির হাওলাদার (৩০)।
ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সেবনকালে ওই চারজনকে আটক করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিনদিনের কারাদণ্ড ও ১০০ টাকা হারে জরিমানা করা হয়েছে।
এদিকে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদ আবেদীন সাগরকে এ ঘটনায় বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে ফেনী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কাজে যুক্ত থাকায় তার সাংগঠনিক পদসহ সব কার্যক্রম থেকে সাংগঠনিক করা হলো। ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কলেজ ছাত্রদল নেতাসহ চার মদকসেবীর সাজা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরতলীর লালপোল বেদেপল্লীতে এ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল হোসেন তমাল ও ফারাজ হাবিব খান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেদেপল্লীতে মাদক সেবনকালে, চারজনকে আটক করা হয়। আটককৃতদের মাদক নিয়ন্ত্রণ আইনে তিনদিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল হোসেন তমাল।
সাজাপ্রাপ্তরা হলেন, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও দাগনভূঞা উপজেলার মোমারিজপুর গ্রামের জয়নাল আবেদীন ছেলে জাহিদ আবেদীন সাগর (২৬), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মারই কমনহাতা গ্রামের শেখ ফরিদের ছেলে আব্দুল মন্নান (৩৫), ফরিদপুরের পাঁচখাইচাইল গ্রামের নুরুল ইসলামের ছেলে সবুজ মিয়া (৩২) ও বরিশালের বহিলাতলি গ্রামের দুলাল হাওলাদারের ছেলে বশির হাওলাদার (৩০)।
ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সেবনকালে ওই চারজনকে আটক করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিনদিনের কারাদণ্ড ও ১০০ টাকা হারে জরিমানা করা হয়েছে।
এদিকে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদ আবেদীন সাগরকে এ ঘটনায় বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে ফেনী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কাজে যুক্ত থাকায় তার সাংগঠনিক পদসহ সব কার্যক্রম থেকে সাংগঠনিক করা হলো। ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
এ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৮ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২১ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
২৭ মিনিট আগেবিএনপি নেতা সামছুল ইসলাম জেলার সদর উপজেলার সাধারণ সম্পাদক। ছাড়া পাওয়া দুই আসামি হলেন, সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান ওরফে রানা (৪০) ও একই কমিটির সদস্য মামুন আহমেদ (৩৮)।
৩৯ মিনিট আগে