২৪ হাজার পিস ইয়াবাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১০: ৩৩

কক্সবাজার জেলার রামু-উখিয়া সীমান্তবর্তী মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় ৭২ লাখ টাকা।

বিজ্ঞাপন

বুধবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি রামু উপজেলার রাবেতা দক্ষিণ ধেচুয়াপালং এলাকার আব্দুল্লাহর ছেলে ইজিবাইক চালক নুরুল আবছার (২৫)। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তিনি মাদক বহনের বিষয়টি অস্বীকার করলেও চালকের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মরিচ্যা চেকপোস্টে ওই ইজিবাইকটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ২৪ হাজার পিস ইয়াবা জব্দ ও চালককে গ্রেপ্তার করা হয়। পরে তার ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, মাদক পাচার প্রতিরোধে বিজিবির চলমান কঠোর অবস্থানের অংশ হিসেবে বুধবারও অভিযান চালিয়ে ২৪ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও সমাজ থেকে মাদক নির্মূলে রামু ব্যাটালিয়ন সর্বদা দায়িত্ব পালন করছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত