মাইন বিস্ফোরণে আহতদের সহায়তায় বিজিবির চিকিৎসা ক্যাম্প

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১৭: ২৪

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী জামছড়ি সীমান্ত এলাকার দু’শতাধিক রোগীকে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে ১১ বিজিবি।

বৃহস্পতিবার জামছড়ি বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে অবৈধ সীমান্ত অতিক্রম, মাইন বিস্ফোরণ, চোরাচালান ও মাদক বিরোধী মতবিনিময় সভায় এ চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়, এসময় মাইন বিস্ফোরণে পঙ্গু হওয়া ব্যক্তিদেরও অর্থ সহায়তা প্রদান করে বিজিবি।

বিজ্ঞাপন

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, লে.কর্নেল কফিল উদ্দিন কায়েস। এ সময় মেজর আশিকুর রহমান, সহকারী পরিচালক আল আমিন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জোন কমান্ডার বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর। মাদক, চোরাচালান দমনে স্থানীয় বাসিন্দাদের সহায়তা চান তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত