পাহাড়ি দ্বীপে অস্ত্র কারখানা, ৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ২০: ০৪

দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে যৌথবাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র। একই দিনে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে অস্ত্র ও ডাকাতি মামলার এক আসামি।

বুধবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার সিয়াম উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, এই দ্বীপটিতে গড়ে উঠছে অস্ত্র কারখানা। একের পর এক উদ্ধার হচ্ছে বিভিন্ন প্রকারের অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। বিভিন্ন মামলার আসামি ধরা পড়লেও গ্রেপ্তার হচ্ছে না অস্ত্র কারিগররা। অভিযোগ আছে, প্রশাসনকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জায়গায় অস্ত্র সরবরাহ করে যাচ্ছে তারা। পাশাপাশি মহেশখালীর খাস জমি ও চিংড়িঘের দখল করতে মায়ানমার থেকে আমদানি করছে ভারি অস্ত্র। রাতে ও দিনে করা হচ্ছে ডাকাতি। অস্ত্রের ভয়ে আতংকে দিন পার করছেন মহেশখালী উপজেলার সাধারণ মানুষ।

কোস্ট গার্ড জানিয়েছে, বুধবার ভোরে কোস্ট গার্ডের মহেশখালী স্টেশন ও নৌবাহিনী যৌথভাবে মহেশখালী উপজেলার কেরুনতলী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড তাজা গোলা ও ৫ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে।

তাদের দাবি, অভিযান চলাকালে দুষ্কৃতিকারিরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে মহেশখালী থানা পুলিশের অভিযানে মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের ছমির উল্লাহর ছেলে নাজিমুদ্দিন অস্ত্র ও ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়েছেন। মহেশখালী থানা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত