পিআরসহ ৫ দাবিতে এক টেবিলে এনসিপি ও চার ইসলামিক দল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১৩: ৩৪
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ২০: ০১

পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে এক টেবিলে বসেছেন এনসিপি ও চার ইসলামিক দলের নেতারা। শনিবার রাতে কক্সবাজার জেলা জামায়াতের উদ্যোগে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। জামায়াত ছাড়া এতে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

বিজ্ঞাপন

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারীর সভাপতিত্বে শহরের হাসপাতাল ষড়কস্থ দলটির জেলা কার্যালয়ে এই গোলটেবিলের আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ও সমমনা দলগুলোর ভোটের বাক্স হবে একটি। সবাই একসাথে ইসলামী দলগুলোর প্রার্থীদের বিজয়ী করার জন্য কাজ করবে। বৈঠকে ছোট ছোট মতভেদ ভুলে সব ইসলামী দলের ঐক্যবদ্ধ হওয়ার প্রতি জোর দেন নেতাকর্মীরা। তারা মনে করেন, এমন ঐক্যের সুযোগ আগে কখনো আসেনি। এই সুযোগকে কাজে লাগাতে হবে এবং এই ঐক্য শুধু আগামী নির্বাচনের জন্য করলে হবে না, করতে হবে দীর্ঘ মেয়াদে।

বৈঠকে বক্তারা আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদি শাসনামলে দেশের মানুষ সাড়ে পনেরো বছরে পরপর তিনটি নির্বাচনে ভোট দিতে পারেননি। প্রচলিত পদ্ধতির দুর্বলতার সুযোগ নিয়ে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করে দিনের ভোট রাতে এবং আমি-ডামি মার্কা নির্বাচন করেছে। যার কারণে সুশাসনের পরিবর্তে দেশবাসী সাড়ে পনেরো বছর ফ্যাসিবাদি শাসনের যাতাকলে পিষ্ট হয়ে পড়েছিলেন।

গোলটেবিলে বসে বক্তব্য দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আমিরুল ইসলাম মীর, খেলাফত মজলিস কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আবু মুছা, জেলা জামায়াতের নায়েবে আমির মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, ইসলামী আন্দোলন জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল খালেক নিজামী, খেলাফত মজলিস জেলা সেক্রেটারি মাওলানা জুনায়েদ মাহমুদ, নেজাম ইসলাম পার্টির কক্সবাজার জেলা সেক্রেটারি মাওলানা নূরুল হক আরমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সংগঠক অধ্যাপক ওমর ফারুক, জেলা ইসলামী যুব আন্দোলন সভাপতি নূরুল ইসলাম আজিজী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোসাইন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী, কক্সবাজার-৩ সংসদীয় আসনে জামায়াত প্রার্থী শহিদুল আলম বাহাদুর, শ্রমিক নেতা মাওলানা মুহাম্মদ মুহসীন, শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল। জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের বৈঠক সঞ্চালনা করেন।

গৃহবধূর লাশ রেখে স্বামীসহ শ্বশুড়বাড়ির সবাই উধাও

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত