তৃতীয় মাইন বিস্ফোরণ

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক যুবক আহত

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ১৫
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ৩৪

পার্বত্য বান্দরবান জেলার অন্তর্গত নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মো. রশিদের ছেলে তকি উদ্দিন (১৮) নামের একজন যুবক ৩ ফেব্রয়ারি সোমবার দুপুর ১টায় লাকড়ি সংগ্রহ করতে গিয়ে মিয়ানমারে ৪৮ নম্বর পিলারের কাছে সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিজ্ঞাপন

মিয়ানমারের জান্তা সরকার সীমান্ত আইন লঙ্ঘন করে মাইন পুঁতে রাখে বলে জানান স্থানীয়রা। এই সাপ্তাহে এটি তৃতীয় মাইন দুর্ঘটনা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত