‎ফেনী-১ আসনে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১৭: ৫৫

‎ফেনী-১ আসনে (পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়া) জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন হাজারো মোটরসাইকেল নিয়ে নির্বাচনী শোভাযাত্রা করেছেন।

বিজ্ঞাপন

‎শনিবার (৮ নভেম্বর) সকালে ফুলগাজীর বন্ধুয়া ব্রিজ থেকে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে শুরু হয় মোটরসাইকেল শোভাযাত্রা। ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক দিয়ে শোভাযাত্রাটি ফুলগাজী বাজার, পরশুরাম বাজার প্রদক্ষিণ করে বাঁশপদুয়া গ্রামে প্রবেশ করে।

পরে গুথুমা সড়ক হয়ে ক্যাপ্টেন লিক সড়ক দিয়ে ছাগলনাইয়ার পাঠান নগরের রাস্তার মাথা গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

‎সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন ও ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান। এসময় দাঁড়িপাল্লার পক্ষে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

‎জামায়াতের প্রার্থী ঘোষণার পর ফেনী-১ আসনে মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রথম নির্বাচনী শোডাউন দিয়েছে দলটি।

‎এদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ফেনী-১ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর আগে ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

গাজায় মৃত ৬৯ হাজার ছাড়িয়েছে, ধ্বংসস্তূপে এখনো লাশ

১৫ দিনে আফগানিস্তানে ফিরেছে দেড় লাখ শরণার্থী, নেপথ্যে কী

হিন্দুস্তান টাইমসকে হাসিনা: অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভু'ল ছিল

গণহত্যা ঢাকতে চ্যাটজিপিটি-গির্জা, কোটি ডলারের খেলা

তরুণরা সজাগ থাকলে আর কোনো শাসক ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত