পাঁচ ঘণ্টা ধরে অবরোধ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১৪: ৫৩
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৬: ২৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবরোধের কারণে আটকা পড়েছে বিভিন্ন যানবাহন। বুধবার সকাল ৯টা থেকে তাদের অবরোধ শুরু হয়। দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এ অবরোধ চলছে।

বিজ্ঞাপন

এরআগে জুলাই দিবস উপলক্ষে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পটিয়া শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ফেরার পথে থানার মোড়ে রাঙামাটি জেলা ছাত্রলীগ নেতা দীপংকর দে’র নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মীকে জড়ো হতে দেখেন তারা। বৈষম্যবিরোধী নেতাকর্মীরা এগিয়ে গেলে দিপংকর ছাড়া অন্যরা পালিয়ে যায়। এ সময় স্লোগান দিতে দিতে দিপংকরকে থানায় নিয়ে গেলে তাদের ওপর চড়াও হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে কয়েকজনকে পুলিশ লাঠিচার্জ করে। এতে আহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী।

পুলিশি এ হামলার জেরেই বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকলেও এখন পর্যন্ত পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে রাস্তায় দেখা যায়নি।

এ দিকে পটিয়া থানার ওসি জায়েদ নূর এবং অতিরিক্ত পুলিশ সুপার চট্টগ্রাম (ক্রাইম) প্রত্যাহার ও শাস্তির ব্যবস্থা না করা পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনের নেতা রাফি।

তিনি ঘটনাস্থলে এসে বলেন, দাবি একটাই ওসি আর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম গতকাল আমাদের ভাইদের রক্তাক্ত করেছে। তাদেরকে আইনের আওতায় আনা না পর্যন্ত আমরা রাস্তায় থাকবো।

এদিকে চট্টগ্রাম -কক্সবাজার, বান্দরবান সড়ক বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। হানিফ পরিবহনের ড্রাইভার ইদ্রিচ জানিয়েছেন তারা কিছু গাড়ি চন্দনাইশ, বাঁশখাখী, আনোয়ারা দিয়ে চালানোর চেষ্টা করছেন। পটিয়া-চট্টগ্রামের যাত্রীরা পায়ে হেঁটে অবরোধস্থান কাগজীপাড়া অতিক্রম করে সিএনজিতে যাচ্ছেন।

বাস চালক আরিফ জানিয়েছেন, পটিয়া থেকে চট্টগ্রামমুখী বাস বন্ধ রয়েছে।

পটিয়া থানার ওসি জায়েদ নুরের সরকারি মোবাইলে কল করে সাড়া পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান জানিয়েছেন জেলা প্রশাসক অবরোধকারীদের সাথে কথা বলতে একজন নির্বাহী ম্যাজিস্ট্যাটকে কিছুক্ষণের মধ্যে পটিয়ায় পাঠাচ্ছেন। ম্যাজিস্ট্যাট আসার পর সেনা ক্যাম্প থেকে আর্মি সদস্যরাও অবরোধকারীদের সাথে কথা বলবেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত