আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সালাহউদ্দিনের আসনে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
সালাহউদ্দিনের আসনে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
কক্সবাজার- ১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ ও জামায়াত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।

কক্সবাজার- ১ (চকরিয়া-পেকুয়া) আসনে জামায়াত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিএনপি। এই আসনে বিএনপি প্রার্থী দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

বিএনপির মাহবুবুল আলম নামের এক কর্মী চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে শনিবার লিখিত অভিযোগ দেন। অভিযোগকারি জামায়াত প্রার্থীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিয়ে সংশয় প্রকাশ করেন।

লিখিত অভিযোগে দাবি করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচার-প্রচারণায় বিধিনিষেধ থাকা সত্ত্বেও অনেকটা প্রকাশ্যেই নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন আবদুল্লাহ আল ফারুক। শনিবার সকালে চকরিয়া উপজেলার চকরিয়া পৌরসভার বড়ুয়া পাড়া ও মৌলভীরকুম বাজার এলাকায় তিনি শতাধিক লোক নিয়ে নির্বাচনি গণসংযোগ করে আচরণবিধি লঙ্ঘন করেছেন।

তিনি বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে কোনো প্রার্থী যদি প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করেন, তাহলে সে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিবেই। আমরা আশা করছি, এসব বিষয়ে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সংশ্নিষ্ট কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।

বারবার চেষ্টার পরও কল রিসিভ না করায় এ বিষয়ে কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনে জামায়াত প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, হোয়াটসঅ্যাপে একটি অভিযোগ পেয়েছি। জেলা প্রশাসন থেকে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে, তারাই এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন