আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ২৬ জনকে উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ২৬ জনকে উদ্ধার

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ হয়ে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে আবারও নারী ও শিশুসহ ২৬ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তাদের সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য একটি ট্রলারে নিয়ে যাওয়া হচ্ছিল।

বুধবার বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, কোস্টগার্ড গোয়েন্দা সূত্রে জানতে পারে— সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য নারী ও শিশুসহ বিপুলসংখ্যক ব্যক্তি টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া আব্দুল আলীর ঘাটসংলগ্ন সমুদ্র এলাকায় একটি সাম্পানে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ডের বাহারছড়া আউটপোস্ট ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে বোটে থাকা ২৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ভুক্তভোগীরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশযাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে সাগরপথে পাচারের পরিকল্পনা করছিল।

কোস্টগার্ডের দাবি, অভিযান চলাকালীন তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের আটকের জন্য কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন