
জেলা প্রতিনিধি, ফেনী

ফেসবুকে মন্তব্যকে কেন্দ্র করে ফেনীতে ছাত্রদল নেতার নেতৃত্বে ছয় কিশোরকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়েছে।
রোববার সন্ধ্যায় স্কুল ম্যানেজিং কমিটি, প্রধান শিক্ষক, পুলিশ কর্মকর্তা ও উভয়পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে ঘটনাটি টাকার বিনিময়ে দফারফার চেষ্টা চালানো হয়।
এর আগে দুপুরে জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাহিদুল ইসলাম শামীম, ইমরান হোসেন, আরমান হাসান, রাফি, আরাফাত ও অনিক।
অন্যদিকে, অভিযুক্ত রাহাত উদ্দিন ভূঁইয়া ফেনী মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি। তিনি ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েকদিন আগে আহতরা তাদের এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করে। সেখানে ছাত্রদল নেতা রাহাতের ছোট ভাই, নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফাহাদ হোসেন আপত্তিকর মন্তব্য করেন।
এ নিয়ে জানতে চাইলে ফাহাদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। পরে ফাহাদ বিষয়টি তার বড় ভাই রাহাতকে ফোনে জানায়। একপর্যায়ে রাহাত তার সহযোগীদের নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে ছুরি ও চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে বিদ্যালয় ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে সন্ধ্যায় স্কুল ম্যানেজিং কমিটি, প্রধান শিক্ষক, পুলিশ কর্মকর্তা ও উভয়পক্ষের অভিভাবকদের বৈঠকে প্রত্যেক আহতকে ১০ হাজার টাকা করে চিকিৎসা খরচ দেওয়ার সিদ্ধান্ত হয় এবং থানায় অভিযোগ না করার শর্তে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, সভায় আমাদের বলা হয়েছে এটি যেহেতু বিদ্যালয়ের ভেতরের বিষয়, তাই যেন কোনো মামলা না করি।
সভায় স্কুলের প্রধান শিক্ষক, পুলিশ, বিএনপি নেতা ও ছাগলনাইয়া উপজেলা ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন। তারা সিদ্ধান্ত দেন যে মামলা না করে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা করে দেয়া হবে।
ভুক্তভোগী শামীম বলেন, ‘আমরা শুধু জানতে চেয়েছিলাম কেন ফেসবুকে বাজে মন্তব্য করেছিল। বিষয়টি সমাধানের জন্য প্রধান শিক্ষকের কক্ষে গেলে রাহাত ও ফাহাদসহ কয়েকজন ছুরি-চাপাতি নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে বারৈয়ারহাট কমফোর্ট হাসপাতালে ও পরে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বলেন, ‘বিদ্যালয়ের ভেতরে সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীর মধ্যে ভুল বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছে। উভয়পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে পুলিশ কর্মকর্তা এসে বিষয়টি সমাধান করে দিয়েছেন। ফাহাদের বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নেবে।’
ভুক্তভোগীদের টাকা দেয়ার শর্তে মীমাংসার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি অবগত নন।
অভিযুক্ত রাহাত উদ্দিন ভূঁইয়া বলেন, ‘বিষয়টি সমাধান হয়ে গেছে। স্থানীয় ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত থেকে মীমাংসা করে দিয়েছেন। তারা সবাই ছোট ছেলে। নিজেদের মধ্যে কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়েছে, অন্য কিছু নয়। আমার নেতৃত্বে কোনো হামলা হয়নি, আমি একাই বিদ্যালয়ে গিয়েছিলাম।’
ছাগলনাইয়ার ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ লুৎফুল কবির বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মীমাংসার চেষ্টার বিষয়ে আমার জানা নেই। শিক্ষকরা যদি এমন কিছু করে থাকেন, তবে সেটি তাদের নিজস্ব বিষয়।’

ফেসবুকে মন্তব্যকে কেন্দ্র করে ফেনীতে ছাত্রদল নেতার নেতৃত্বে ছয় কিশোরকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়েছে।
রোববার সন্ধ্যায় স্কুল ম্যানেজিং কমিটি, প্রধান শিক্ষক, পুলিশ কর্মকর্তা ও উভয়পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে ঘটনাটি টাকার বিনিময়ে দফারফার চেষ্টা চালানো হয়।
এর আগে দুপুরে জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাহিদুল ইসলাম শামীম, ইমরান হোসেন, আরমান হাসান, রাফি, আরাফাত ও অনিক।
অন্যদিকে, অভিযুক্ত রাহাত উদ্দিন ভূঁইয়া ফেনী মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি। তিনি ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েকদিন আগে আহতরা তাদের এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করে। সেখানে ছাত্রদল নেতা রাহাতের ছোট ভাই, নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফাহাদ হোসেন আপত্তিকর মন্তব্য করেন।
এ নিয়ে জানতে চাইলে ফাহাদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। পরে ফাহাদ বিষয়টি তার বড় ভাই রাহাতকে ফোনে জানায়। একপর্যায়ে রাহাত তার সহযোগীদের নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে ছুরি ও চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে বিদ্যালয় ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে সন্ধ্যায় স্কুল ম্যানেজিং কমিটি, প্রধান শিক্ষক, পুলিশ কর্মকর্তা ও উভয়পক্ষের অভিভাবকদের বৈঠকে প্রত্যেক আহতকে ১০ হাজার টাকা করে চিকিৎসা খরচ দেওয়ার সিদ্ধান্ত হয় এবং থানায় অভিযোগ না করার শর্তে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, সভায় আমাদের বলা হয়েছে এটি যেহেতু বিদ্যালয়ের ভেতরের বিষয়, তাই যেন কোনো মামলা না করি।
সভায় স্কুলের প্রধান শিক্ষক, পুলিশ, বিএনপি নেতা ও ছাগলনাইয়া উপজেলা ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন। তারা সিদ্ধান্ত দেন যে মামলা না করে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা করে দেয়া হবে।
ভুক্তভোগী শামীম বলেন, ‘আমরা শুধু জানতে চেয়েছিলাম কেন ফেসবুকে বাজে মন্তব্য করেছিল। বিষয়টি সমাধানের জন্য প্রধান শিক্ষকের কক্ষে গেলে রাহাত ও ফাহাদসহ কয়েকজন ছুরি-চাপাতি নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে বারৈয়ারহাট কমফোর্ট হাসপাতালে ও পরে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বলেন, ‘বিদ্যালয়ের ভেতরে সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীর মধ্যে ভুল বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছে। উভয়পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে পুলিশ কর্মকর্তা এসে বিষয়টি সমাধান করে দিয়েছেন। ফাহাদের বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নেবে।’
ভুক্তভোগীদের টাকা দেয়ার শর্তে মীমাংসার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি অবগত নন।
অভিযুক্ত রাহাত উদ্দিন ভূঁইয়া বলেন, ‘বিষয়টি সমাধান হয়ে গেছে। স্থানীয় ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত থেকে মীমাংসা করে দিয়েছেন। তারা সবাই ছোট ছেলে। নিজেদের মধ্যে কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়েছে, অন্য কিছু নয়। আমার নেতৃত্বে কোনো হামলা হয়নি, আমি একাই বিদ্যালয়ে গিয়েছিলাম।’
ছাগলনাইয়ার ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ লুৎফুল কবির বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মীমাংসার চেষ্টার বিষয়ে আমার জানা নেই। শিক্ষকরা যদি এমন কিছু করে থাকেন, তবে সেটি তাদের নিজস্ব বিষয়।’

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামী নেতা মাসুদ সাঈদী বলেছেন, নির্বাচিত হলে তিনি বাংলাদেশকে উন্নয়নের স্বর্গরাজ্যে পরিণত করবেন। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ আজ পরিবর্তন চায়। তারা চায় একটি জবাবদিহিতামূলক সরকার, ন্যায় ও ইনসাফ-ভিত্তিক সমাজ ব্যবস্থা।
১ ঘণ্টা আগে
ঘোষিত তালিকায় চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে প্রার্থী হয়েছেন সরোয়ার জামাল নিজাম। এবারসহ তিনি পাঁচবার এই আসনে মনোনয়ন পেয়ে রেকর্ড সৃষ্টি করেছেন। এরমধ্যে তিনবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি নির্বাচন বর্জন করায় তিনি নির্বাচন থেকে সড়ে দাঁড়ান।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এর নাম ঘোষণা করা হয়েছে। দলীয় মনোনীত ঘোষণার পর সোমবার সন্ধ্যায় কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে থানা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
২ ঘণ্টা আগে
সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনাসহ সিলেট বিভাগের মনোনয়নপ্রাপ্ত সকল প্রার্থীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
২ ঘণ্টা আগে