উখিয়ায় অস্ত্র কার্তুজ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১২: ২৩

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (৫ অক্টোবর) ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা নামক এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ফরিদ আলমের ছেলে মো. কায়সার(২১) ও একই এলাকার মো. আলমের ছেলে ফরিদ আলম (৪৭), ১১নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুর কবিরের ছেলে ফোরকান (২৩) এবং ১২নং রোহিঙ্গা ক্যাম্পের মরা গাছতলা এলাকার জোস মোহাম্মদের ছেলে আব্দুল কাদের (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, উখিয়া থানার একটি আভিযানিক দল ভোর সাড়ে ৫টা দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে মরাগাছতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৫টি কার্তুজ ও ২ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। এই ধরনের অভিযান চলমান থাকবে। কাউকে ছাড় দেয়া হবে না। মাদক কারবারিদের আইনের আওতায় আনতে আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত