চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত বৃদ্ধের মৃত্যু, চিকুনগুনিয়ায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ২০: ৪৬

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শেবু চরণ ভৌমিক (৭৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরো ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

তবে করোনায় গত ২৪ ঘণ্টায় ৬০টি নমুনা পরীক্ষা করা হলেও নতুন কোনো রোগী শনাক্ত হয়নি এবং চিকুনগুনিয়া গত ২৪ ঘণ্টায় ২২ জন আক্রান্ত হয়েছেন।

নিহত শেবু চরণ ভৌমিক সীতাকুণ্ড উপজেলার ৩ নম্বর ছোবহানবাগ ওয়ার্ডের বাসিন্দা। চট্টগ্রামে এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১১ জনে। যাদের মধ্যে পুরুষ ৪৪২ জন, নারী ২৩৬ জন এবং শিশু ১৩৩ জন। অন্যদিকে, একইসময়ে মৃত্যু হয়েছে আটজনের। যাদের মধ্যে সাতজনই পুরুষ। আর চলতি বছর চিকনগুনিয়ায় চট্টগ্রামে ৭৬৪ জন আক্রান্ত হয়েছেন। অপরদিকে এ বছরের ৪ জুলাই থেকে এ পর্যন্ত মোট ২২৫ জন চট্টগ্রামে করোনোয় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে নয়জনের।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত