
জেলা প্রতিনিধি, ফেনী

ছয় বছর আগে চট্টগ্রাম থেকে অপহৃত কাস্টমস কর্মকর্তা আবদুল আহাদ (৪৬) এর লাশ ফেনীর ছাগলনাইয়া উপজেলায় উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, লাশের পকেটে থাকা উত্তরা ব্যাংক ফেনীর বিরিঞ্চি শাখার একটি চেকের সূত্রে তার পরিচয় নিশ্চিত করা হয়।
চেকে থাকা তথ্য অনুযায়ী নিহতের নাম আবদুল আহাদ, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের ইমানী মিয়ার ছেলে।
ছাগলনাইয়া থানার ওসি মো. আবুল বাশার বলেন, ‘ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে আমরা নিহতের পরিচয় শনাক্ত করেছি। লাশ ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
পারিবারিক সূত্র জানায়, আবদুল আহাদ ২০১৯ সালের ১ মে চট্টগ্রাম বিমানবন্দরে দায়িত্ব পালনকালে নিখোঁজ হন। পরদিন এক অজ্ঞাত নম্বর থেকে পরিবারের কাছে ফোন আসে— আহাদকে অপহরণ করা হয়েছে, মুক্তিপণ হিসেবে বিকাশে দু’লাখ টাকা পাঠাতে হবে। পরিবার টাকা পাঠালেও এরপর তার কোনো সন্ধান মেলেনি।
নিহতের বোন নাঈমা নাসরিন মনি বলেন, ‘আমার ভাই সিলেট ব্রিটানিকা উইমেন্স কলেজে প্রভাষক ছিলেন। পরে কাস্টমসে যোগ দিয়ে সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে দায়িত্ব পালন করেন। অপহরণের পর থেকে আমরা ভাইকে আর পাইনি। বুধবার ফেসবুকে দেখি ফেনীতে তার লাশ পাওয়া গেছে।’
নিহতের ভাগ্নে মোস্তাফিজুর রহমান জানান, আহাদের দুই কন্যাসন্তান রয়েছে। ছোট মেয়ে জন্মের আগেই তিনি নিখোঁজ হন। ছেলের খোঁজ না পেয়ে শোকে মারা গেছেন তার বাবা-মা।
তিনি বলেন,‘ছয় বছর নিখোঁজ থাকার পর এমনভাবে তার লাশ পাওয়া আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এ মৃত্যু রহস্যজনক।’
ছাগলনাইয়া থানার এএসআই মো. শাহ আলম জানান, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয়েছে।
নিহতের ভাই আবদুল নুর লাশ বুঝে নিতে মৌলভীবাজার থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

ছয় বছর আগে চট্টগ্রাম থেকে অপহৃত কাস্টমস কর্মকর্তা আবদুল আহাদ (৪৬) এর লাশ ফেনীর ছাগলনাইয়া উপজেলায় উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, লাশের পকেটে থাকা উত্তরা ব্যাংক ফেনীর বিরিঞ্চি শাখার একটি চেকের সূত্রে তার পরিচয় নিশ্চিত করা হয়।
চেকে থাকা তথ্য অনুযায়ী নিহতের নাম আবদুল আহাদ, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের ইমানী মিয়ার ছেলে।
ছাগলনাইয়া থানার ওসি মো. আবুল বাশার বলেন, ‘ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে আমরা নিহতের পরিচয় শনাক্ত করেছি। লাশ ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
পারিবারিক সূত্র জানায়, আবদুল আহাদ ২০১৯ সালের ১ মে চট্টগ্রাম বিমানবন্দরে দায়িত্ব পালনকালে নিখোঁজ হন। পরদিন এক অজ্ঞাত নম্বর থেকে পরিবারের কাছে ফোন আসে— আহাদকে অপহরণ করা হয়েছে, মুক্তিপণ হিসেবে বিকাশে দু’লাখ টাকা পাঠাতে হবে। পরিবার টাকা পাঠালেও এরপর তার কোনো সন্ধান মেলেনি।
নিহতের বোন নাঈমা নাসরিন মনি বলেন, ‘আমার ভাই সিলেট ব্রিটানিকা উইমেন্স কলেজে প্রভাষক ছিলেন। পরে কাস্টমসে যোগ দিয়ে সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে দায়িত্ব পালন করেন। অপহরণের পর থেকে আমরা ভাইকে আর পাইনি। বুধবার ফেসবুকে দেখি ফেনীতে তার লাশ পাওয়া গেছে।’
নিহতের ভাগ্নে মোস্তাফিজুর রহমান জানান, আহাদের দুই কন্যাসন্তান রয়েছে। ছোট মেয়ে জন্মের আগেই তিনি নিখোঁজ হন। ছেলের খোঁজ না পেয়ে শোকে মারা গেছেন তার বাবা-মা।
তিনি বলেন,‘ছয় বছর নিখোঁজ থাকার পর এমনভাবে তার লাশ পাওয়া আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এ মৃত্যু রহস্যজনক।’
ছাগলনাইয়া থানার এএসআই মো. শাহ আলম জানান, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয়েছে।
নিহতের ভাই আবদুল নুর লাশ বুঝে নিতে মৌলভীবাজার থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দুইবার গুমের শিকার হওয়া আলোচিত ছাত্রনেতা মফিজুর রহমান আশিক বাঁশখালীতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছেন।
৭ মিনিট আগে
শেরপুরের গাজীরখামার ইউনিয়নের চারটি গ্রামে একটি পাগলা শিয়ালের কামড়ে ২২ জন গ্রামবাসী আহত হয়েছেন। আহতদের আর্তনাদ শুনে স্থানীয়রা একত্রিত হয়ে শিয়ালটিকে ধরে পিটিয়ে মেরে ফেলে।
৩২ মিনিট আগে
চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
১ ঘণ্টা আগে
ফরিদপুরে স্বেচ্ছায় জুলাইয়ের সরকারি গেজেট থেকে এবং সকল ধরনের সুযোগ-সুবিধা হতে নাম প্রত্যাহারের আবেদন করেছেন আবরাব নাদিম ইতু (২৭) (গেজেট নং ২৪৮৯) নামে এক জুলাই যোদ্ধা।
১ ঘণ্টা আগে