মোংলা থেকে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৩: ৪৩
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৩: ৪৫

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) অভিযানে মোংলা থেকে পুলিশের লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, বুধবার ও বৃহস্পতিবার টানা দুইদিন অভিযান চালিয়ে এসব অস্ত্র-অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

ডিবি (উত্তর) বিভাগের একজন কর্মকর্তা জানান, পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হচ্ছিল অনেকদিন ধরে। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবশেষে মংলা থেকে অস্ত্র উদ্ধারে সফল হয় পুলিশ। গ্রেপ্তার দুজনের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

চট্টগ্রাম পুলিশের উপ-কমিশনার (ডিসি ক্রাইম) রইস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ দুজন গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত