মিডিয়া পার্টনার ‘দৈনিক আমার দেশ’

রাবিপ্রবিতে প্রথম আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স ও কার্নিভ্যাল

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশ : ১৩ মে ২০২৫, ১৯: ০৩

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স ও কার্নিভ্যাল।

মঙ্গলবার সকালে রাঙামাটি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

১৬ থেকে ১৮ মে তিন দিনব্যাপী এই আয়োজনে অংশ নিচ্ছেন দেশি-বিদেশি ৩৫০ গবেষক ও বিজ্ঞানী। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে 'আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স ও কার্নিভ্যাল ২০২৫'-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘বায়োসায়েন্স ও বায়োসিকিউরিটি উদ্ভাবন এবং সহযোগিতা: একটি টেকসই স্বাস্থ্যসেবা এবং কৃষি দৃষ্টিকোণে অনুসন্ধান’।

উক্ত আয়োজনে অংশগ্রহণ করবেন বিশ্ববিখ্যাত জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীসহ দেশি-বিদেশি বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীদের গবেষণা প্রজেক্টও স্থান পাবে এই কনফারেন্সে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমান জানান, এই আয়োজন বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন মাত্রা যোগ করবে।

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাদ্দাম হোসেন, ডীন ধিমান শর্মা, অধ্যাপক সূচনা আক্তার, ফরেষ্ট্রি ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান ড নিখিল চাকমা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক মানের এ কনফারেন্সে ‘দৈনিক আমার দেশ’ মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে।

এমএস

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত