ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা তানিমও মারা গেলেন

উপজেলা প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৯: ০২

চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা তামিমও (২০) মারা গেছেন। বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিজ্ঞাপন

নিহত তানিম উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের সরকার হাটের চৌধুরী বাড়ির জাহাঙ্গীর আলমের পুত্র।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, এই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে ছাত্রদল নেতা হত্যাকাণ্ডে জড়িত আফসার উদ্দিনকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হাটহাজারী চৌধুরী হাট দাতারাম সড়কের মাছ বাজার এলাকার একটি ফুলের দোকানের সামনে কযেকজন দুর্বৃত্তের সাথে কথাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে তা ধস্তাধস্তিতে রুপ নেয়। পরে দুর্বৃত্তরা অপিদাসকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় অপিদাস এবং তার সাথে থাকা সহপাঠী তানিম নামের এক ছাত্রদল নেতাও গুরুতর আহত হয়। এ সময় তাদের আত্নচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে নিকটতম একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের চমেক হাসপাতালে রেফার করে দেন। পরে চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অপিদাসকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশ ও তামিম হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া সন্ধ্যায় জানান, ঘটনার সাথে জড়িত সিসিটিভি ফুটেজ দেখে গতকাল মঙ্গলবার রাতে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুই ছাত্রদল নেতা নিহত হওয়ার ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত