কমপ্লিট শাটডাউনে বন্ধ আখাউড়া স্থলবন্দরের আমদানি- রপ্তানি

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১৬: ২০

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি। রোববার এই বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বন্দরের এই অচলাবস্থার কারণে রোববার নতুন করে কোনো পণ্য আনেনি ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

বন্দরের ব্যবসায়ীরা জানান, রাজস্ব কর্মকর্তারা শনিবার থেকে কমপ্লিট শাটডাউনের বিষয়ে আগে থেকেই ব্যবসায়ীদের অবগত করেছিলেন। যে কারণে ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে পণ্য রপ্তানির জন্য কোনো মালামাল আনেননি। এতে করে রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এই কারণে ব্যবসায়ীদের বিপুল অংকের ক্ষতি হচ্ছে।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও জানিয়েছেন কর্মসূচির আত্ততা মুক্ত হওয়ায় যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। কোনো পণ্য রপ্তানির জন্য বিল অব এক্সপোর্ট আসেনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত