শাসন করতে গিয়ে ভাতিজাকে খুন করলেন চাচা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৫৪

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নে আপন চাচার হাতে খুন হয়েছে ১৬ বছর বয়সী এক কিশোর। মোহাম্মদ আবদুল্লাহ নামের ওই কিশোরকে ‘শাসন’ করতে গিয়ে গাছ দিয়ে আঘাত করেন চাচা মোহাম্মদ সুলতান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে, পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে ওই কিশোর মারা যায়।

নিহত মোহাম্মদ আবদুল্লাহ ভারুয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক পাড়ার বাসিন্দা মোহাম্মদ হানিফের ছেলে। গাছ দিয়ে আঘাতকারী আপন চাচা হলেন মোহাম্মদ সুলতান।

বিজ্ঞাপন

ভারুয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য (ওয়ার্ড মেম্বার) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি মেম্বার ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছেন, গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘর থেকে এক বস্তা লবণ বিক্রি করার চেষ্টা করে আবদুল্লাহ নামের ওই কিশোর। এই ঘটনায় ভাতিজাকে ‘শাসন’ করতে গিয়ে গাছ দিয়ে মাথায় আঘাত করেন আপন চাচা মোহাম্মদ সুলতান। ওই ঘটনায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আবদুল্লাহ। তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্র মতে, হাসপাতালে নেয়ার তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ওই হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৪ সেপ্টেম্বর) কিশোর আবদুল্লাহ মারা যায়।

তাদের পারিবারিক সূত্র দাবি করছে, এটি ইচ্ছাকৃত কোন হত্যাকাণ্ড নয়। ঘরের লবণ চুরি করে বিক্রি করায় ভাতিজাকে শাসন করতে গিয়েছিলেন চাচা। শাসন করতে গিয়ে অসতর্কতাবশত বড় আঘাত লেগে যায় আবদুল্লাহর। এতেই তার মৃত্যু হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, এ বিষয়ে পুলিশকে কিছু জানানো হয়নি। পুলিশ রোববার বিকাল পর্যন্ত কিছু জানে না। তিনি বলেন, হয়ত ঘটনা ধামাচাপা দেয়ার জন্য পুলিশকে না-ও জানাতে পারে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত