বিচারহীনতার কারণে সাংবাদিক হত্যা-নির্যাতন বন্ধ হচ্ছে না: এম আবদুল্লাহ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ২৩: ২৭
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৩: ৪২

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ বলেছেন, বিচারহীনতার কারণেই সাংবাদিক হত্যা-নির্যাতন বন্ধ হচ্ছে না। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার বিচার স্বল্পতম সময়ে শেষ করতে হবে।

সোমবার রাত ৯টার দিকে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তুহিনের স্ত্রী ও দুই শিশুসন্তানের পাশে থাকবে।

বিগত ফ্যাসিবাদী শাসনে ৬১ জন সাংবাদিক হত্যা এবং সাড়ে তিন হাজার সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে উল্লেখ করে এম আবদুল্লাহ বলেন, হাসিনা সরকার সাংবাদিক হত্যা-নির্যাতনকে এক ধরনের বৈধতা দিয়েছিল। ভিন্নমতের সংবাদমাধ্যম বন্ধ ও সম্পাদক- সাংবাদিক নিপীড়ন নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছিল। এখন আর সাংবাদিক নিপীড়নে রাষ্ট্রীয় আশকারা নেই। হত্যা- নির্যাতনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে দুর্বৃত্ত চক্রের কালো হাত গুঁড়িয়ে দেওয়া সম্ভব।

তিনি বলেন, সাংবাদিকতার অধিকার সুরক্ষা আইন শিগগিরই অধ্যাদেশ আকারে জারি হবে। এ আইনে সাংবাদিকদের শারীরিক ও আর্থিক নিরাপত্তায় অনেকগুলো ভালো পদক্ষেপের কথা বলা হয়েছে। সাংবাদিকদের অধিকার সুরক্ষার পাশাপাশি দায়িত্বের বিষয়েও সচেতন থাকা জরুরি। তা না হলে এ সুরক্ষা টেকসই না-ও হতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার হাবিবুর রহমান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

m abdullah
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত