আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাঁশের ভেলায় ঝুঁকিপূর্ণ পারাপার, ব্রিজের দাবি এলাকাবাসীর

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)
বাঁশের ভেলায় ঝুঁকিপূর্ণ পারাপার, ব্রিজের দাবি এলাকাবাসীর

কয়েক দিনের ভারী বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপচে গেছে বান্দরবান জেলার লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত লামা খালটি। এতে চরম দুর্ভোগে পড়েছেন এই খালের লাগোয়া পশ্চিম গাজীপাড়া ও দক্ষিণ মুসলিম পাড়ার বাসিন্দারা। অচলাবস্থা সৃষ্টি হয়েছে এই দুই পাড়ার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

বিজ্ঞাপন

প্রতি বছর বর্ষা মৌসুম এলেই এ অবস্থা সৃষ্টি হয়। বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই বাঁশের তৈরি ভেলায় চড়ে খাল পার হতে হয় এলাকাবাসীসহ বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীদের। প্রবল স্রোতের সময় ভেলায় করে পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়েন তারা।

এ অবস্থায় চরম দুর্ভোগ থেকে রক্ষায় ওই খালের ওপর ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীসহ শিক্ষার্থীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন