চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি নিয়ে সেমিনার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৪৭

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও প্রতিবন্ধকতা নিরসনে করণীয় সংক্রান্ত সেমিনার শুরু হয়েছে। সকাল ১০টায় বন্দর অডিটোরিয়ামে এ সেমিনার শুরু হয়।

বিজ্ঞাপন

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন।

সেমিনারে অংশ নিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানসহ বন্দর কাস্টমসের শীর্ষ কর্মকর্তা ও বন্দর ব্যবহারকারীরা।

সেমিনারের শুরুতে ব্যবসায়ী নেতা ও বন্দর ব্যবহারকারীরা বক্তব্য রাখেন। তারা বন্দর ও অফডকের মাশুল বৃদ্ধি নিয়ে অভিযোগ করেন। পর্যায়ক্রমে ধাপে ধাপে মাশুল আদায়, পাশাপাশি কাস্টমসের হয়রানি, এইচএস কোড নিয়ে জটিলতা ও বন্ডের করাকরি নিয়েও প্রশ্ন তোলেন ব্যাবসায়ী নেতারা।

তারা বলেন, সরকার আমেরিকার শুল্কনীতিকে সফলভাবে নেগোসিয়েশন করতে পারলেও বন্দর কাস্টমস কেন্দ্রীক বেশকিছু জটিলতা তৈরি হয়েছে এই সময়ের মধ্যে। বিভিন্ন মাশুল বৃদ্ধি নামে কস্ট অব ডুয়িং বিসনেস বাড়িয়ে দেয়া হয়েছে প্রায় শতভাগ। এই সংকটগুলো নিরসন না করলে আমদানি-রপ্তানি বাণিজ্য বৃদ্ধি তথা জাতীয় অর্থনীতিতে সমৃদ্ধি আনতে অন্তর্বর্তি সরকারের আন্তরিকতা কোন কাজে আসবে না বলেও অভিযোগ করেন বন্দর ব্যবহারকারী ও ব্যাবসায়ী নেতারা।

নৌ পরিবহণ উপদেষ্টা সবার অভিযোগ ও দাবি শুনে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশ্বাস দেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত