চট্টগ্রামের প্রধান ঈদ জামাতে মুসল্লিদের ঢল

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৯: ৩০

চট্টগ্রামে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়তুল ফালাহ মসজিদ ঈদগাহে ময়দানে।

শনিবার সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত শুরু হয়। প্রধান জামাতে ইমামতি করেন মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী।

বিজ্ঞাপন

নির্ধারিত সময়ের আগেই জমিয়তুল ফালাহ প্রাঙ্গণে নামাজ আদায়ের জন্য মূল ফটকের সামনে ভিড় করেন মুসল্লিরা। নামাজের পরিপূর্ণ হয়ে যায় মাঠ। নামাজ শেষে খুতবার মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও সবার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। নামাজ শেষে একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

প্রথম ও প্রধান জামাতে অন্যান্যের মধ্যে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও সাঈদ আল নোমান।

একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। ইমামতি করেন মসজিদটির পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আহমদুল হক। দু’দফায় প্রায় ৫০ হাজার মুসল্লি নামাজ আদায় করেন। দেশের দ্বিতীয় বৃহত্তম এই ঈদের জামাতের নিরাপত্তায় নানামুখী পদক্ষেপ নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে লালদীঘির পাড় চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং সাগরিকা এলাকার মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নগরের বিভিন্ন এলাকায় স্থানীয় মসজিদ ও ঈদগাহে স্থানীয়রা ঈদের জামাত আয়োজন করেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ঈদুল আজহার প্রধান ঈদ জামাত স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন বায়তুশ শরফ আদর্শ সিনিয়র কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান। কমিটির আওতাভুক্ত নগরের ৯৩টি আঞ্চলিক ঈদগাঁতেও ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হচ্ছে।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত