খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, লংগদুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১৬: ৩৭
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৭: ৩৬
লংগদুতে অতি বৃষ্টিতে ভেসে গেছে

দু’দিন থেমে থেমে ভারী বর্ষণে খাগড়াছড়ির চেঙ্গী, মাইনী ও ফেনী নদীসহ আশপাশের ছড়া খালের পানি বাড়ছে। বর্ষণে মাইনী নদীর পানি কুল উপছিয়ে দীঘিনালার মেরুং এর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মেরুং এর স্টিল ব্রিজ এলাকায় ব্রিজ ও রাস্তা তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির দীঘিনালার সাথে রাঙ্গামাটির লংগদু উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দীঘিনালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে একটি আশ্রয় কেন্দ্রে ৬ পরিবার আশ্রয় নিয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে জেলা সদরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চেঙ্গী নদীর পানি বেড়ে জেলা শহরের চেঙ্গী নদী তীরবর্তী মুসলিম পাড়ার একাংশ, গঞ্জপাড়া ব্রিজের নিচের বাজারসহ পাশের কয়েকটি স্থানের সড়ক পানিতে তলিয়েছে।

এর আগে সকালে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও সড়কের উপর গাছ গাছ উপরে পড়ে। টানা বৃষ্টির কারণে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরে যাওয়ার জন্য জেলা প্রশাসন,পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় জানান, সদরে চারটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত ও খোলা রাখা হয়েছে। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা স্থানগুলোর মানুষদের সচেতনতা তৈরির পাশাপাশি আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য তাগাদা দেয়া হচ্ছে। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শালবনসহ ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন এবং নিরাপদ স্থানে সরে যেতে নিদেশ দেন।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানিয়েছেন, সব ধরনের প্রস্তুতির কথা জানিয়ে স্টেশন অফিসার জানান মোবাইল টিম প্রস্তুত রাখা হয়েছে।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত