গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) ৩১ আগস্ট (রবিবার) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা কুমিল্লা অঞ্চলের কয়েকটি উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
বিজিডিসিএলের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “জিটিসিএল-এর অফ-ট্রান্সমিশন পয়েন্টে গ্যাস স্টেশন স্থাপন ও মডিফিকেশন” শীর্ষক প্রকল্পের আওতায় চাঁদপুরের কচুয়া উপজেলা এবং কুমিল্লার দাউদকান্দি, হোমনা ও তিতাস উপজেলার গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এ সময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতসহ সব ধরনের গ্রাহক গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত হবেন। টাই-ইন কাজ সম্পাদনের জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) কর্তৃপক্ষ।

