শান্তিতে উজ্জ্বল নবীনগর প্রেস ক্লাব

উপজেলা প্রতিনিধি, (নবীনগর) ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ০৭

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক ২০২৫-২৬ কার্যকরী পরিষদের নির্বাচন হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ চলে।

বিজ্ঞাপন

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি ও সাপ্তাহিক মলয়া পত্রিকার প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তি, সাধারণ সম্পাদক হলেন দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি মোস্তাক আহম্মেদ উজ্জ্বল।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এশিয়ান টিভি ও দেশ রূপান্তর প্রতিনিধি মোহাম্মদ জহিরুল হক, সহ-সাধারণ সম্পাদক প্রথম ভোর প্রতিনিধি কামরুল ইসলাম, কার্যকরী সদস্য মানবজমিন ও মাই টিভির প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, মোহনা টিভি ও আজকের পত্রিকার প্রতিনিধি সাইদুল আলম সোহরাব।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত