ফেনী জেলা যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১৮: ২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা রোববার (৬ জুলাই) শহরের রিলেশন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দীন খন্দকারের সভাপতিত্বে সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাতের সঞ্চালনায় উক্ত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা যুবদলের বিদায়ী সভাপতি জাকির হোসেন জসিম, নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক বেলাল হোসেন ভিপি বেলাল, আমজাদ হোসেন সুমন, আতিকুর রহমান মামুন, সিনিয়র সদস্য গিয়াস উদ্দিন খন্দকার, হাসানুজ্জামান শাহাদাত ও খুরশিদ আলম হারুন।

এতে আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদল, মায়ন পাটোয়ারী, শামীম আনসারী, আল ইমরান, হাসান আহমেদ, ফজলুল করিম লিটন, মিজানুর রহমান রাসেল, মাসুদ রানা, শরাফত চৌধুরী জিকু, টুটুল চন্দ্র নাথ, মোজাম্মেল হোসেন আরিফ, আহসান উদ্দিন সুমন, ফেনী সদর উপজেলা যুবদলের আহবায়ক মাস্টার নিজাম উদ্দিন, যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম রাহাত, দিদারুল আলম দিদার, ফেনী পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, পরশুরাম পৌর শাখার যুগ্ম আহবায়ক মিশকাতুস সামাদ, জহিরুল ইসলাম, ছাগলনাইয়া যুগ্ম আহবায়ক শাহজাহান মজুমদার আজাদ, আবদুল মোমেন, সোনাগাজী উপজেলার সদস্য সচিব ইমাম হোসেন প্রবীর, দাগনভূঞা উপজেলা সদস্য সচিব মুনসুর ভূঞা, ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল হুদা শাহীন, সোনাগাজী পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত