সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিক বিজিবি: কর্নেল মহিউদ্দিন

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৬: ৪৩
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৯: ৪৫

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন রামু সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার কক্সবাজারে এক মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন কর্নেল মহিউদ্দিন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমানে ৫১ জন বাংলাদেশি জেলে মিয়ানমারে জিম্মায় রয়েছেন। যদিও তাদের সঙ্গে সরাসরি আনুষ্ঠানিক যোগাযোগ নেই, তবে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ রাখার চেষ্টা চলছে এবং আমরা এ বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করছি।

সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় বিজিবিতে জনবল বৃদ্ধির বিষয়েও সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানান তিনি।

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা দিয়ে কর্নেল মহিউদ্দিন বলেন, সাগরে মাছ ধরার সময় নির্ধারিত জলসীমা মেনে চলা অত্যন্ত জরুরি। অসচেতনতা কিংবা কিছু চোরাকারবারির প্ররোচনায় সীমান্ত অতিক্রম করলে জেলেরা বিপদের মুখে পড়েন।

সভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, দৈনিক আমার দেশ-এর জেলা ব্যুরো প্রধান আনছার হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক শারেক, হাসানুর রশীদসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত