১৫০০ রানার দৌড়ালেন কক্সবাজার ম্যারাথনে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১৮: ১৫

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে কক্সবাজারে হয়ে গেল তৃতীয় ‘কক্সবাজার ম্যারাথন-২০২৫’। শনিবার ভোরে কক্সবাজার রানার্স কমিউনিটির উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই ম্যারাথনের যাত্রা শুরু হয়। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘এভরি স্টেপ ফর ওয়েলনেস অ্যান্ড দ্য ওশান’।

ইভেন্টের মধ্যে ছিল চারটি বিভাগে দৌড় প্রতিযোগিতা। ৪২ দশমিক ২ কিমি (ফুল ম্যারাথন), ২১ দশমিক ১ কিমি (হাফ ম্যারাথন), ১০ কিমি (মিড রান), ২ দশমিক ৫ কিমি (কিডস রান)।

বিজ্ঞাপন

প্রতিযোগিতা শুরু হয় শহরের লাবণী বিচ পয়েন্ট থেকে। এরপর দৌড়বিদরা হলিডে মোড়, থানা রোড, খুরুশকুল, চৌফলদণ্ডি, পোকখালী, ইসলামপুরের খান বিচ অতিক্রম করে পুনরায় লাবণী বিচে এসে দৌড় শেষ করেন।

৪২ দশমিক ২ কিমি ফুল ম্যারাথনে পুরুষ বিভাগে প্রথম হয়েছেন রহিম উদ্দিন। ২১ দশমিক ১ কিমি হাফ ম্যারাথনে পুরুষ বিভাগে প্রথম হয়েছেন মামুন এবং নারী বিভাগে প্রথম হয়েছেন আফরোজ আক্তার রিক্তা। ১০ কিমি মিড রানে পুরুষ বিভাগে প্রথম হয়েছেন জাকির হোসেন এবং নারী বিভাগে প্রথম হয়েছেন বিপাশা। ২ দশমিক ৫ কিমি কিডস রানে শিশুর মধ্যে প্রথম হয়েছেন সাফিন ওমায়ির এবং মেয়ে শিশুর মধ্যে দ্বিতীয় হয়েছেন ওয়াসিনা বিনতে আমিদ।

ম্যারাথনের রেস ডিরেক্টর এসএম সাদেক বলেন, অনেক সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্যেও আয়োজন শেষ করেছি। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল রান, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস। আমাদের মূল টার্গেট হচ্ছে কক্সবাজারের তরুণদের মানসিক এবং শারীরিক সুস্থতাকে প্রাধান্য দেওয়া এবং ম্যারাথনের মাধ্যমে কক্সবাজারকে বিশ্বব্যাপী তুলে ধরা।

লাবণী উন্মুক্ত মঞ্চে আয়োজিত ম্যারাথনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. আ. মান্নান। তিনি বলেন, কক্সবাজার ম্যারাথন শুধু দৌড় নয়, এটি অধ্যবসায় ও উদ্যমের প্রতীক। এই আয়োজন তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে এবং কক্সবাজারকে আরো এগিয়ে নেবে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামশুদ্দৌজা নয়ন বলেন, আয়োজনটি চমৎকার এবং এটি কক্সবাজারের তরুণদের নিজস্ব উদ্যোগে আয়োজন হওয়াটা গর্বের বিষয়। পর্যটন শিল্পের প্রসারে এমন আয়োজন বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজিব, নারী ফুটবলার শাহেদা আক্তার রিপা, ছুটি গ্রুপের চেয়ারম্যান মোস্তফা মোহাম্মদ আলফী এবং আকিজ বাইসাইকেলের এজিএম আজম বিন তারেক, আইএলওর ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ নাবিদ আকবর, এভারেস্ট বিজয়ী এবং অ্যাম্বাসেডর ডা. বাবর আলী প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত