‘চাঁদা তুলিবাদে আঁর মানুষ দিইনি...., বন্দুক তন্দুক লইয়ানে’

চাঁদা-অস্ত্রের অডিওটি স্বীকার করেছেন গিয়াস কাদের চৌধুরী

জমির উদ্দিন, চট্টগ্রাম
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১৬: ০৭
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৬: ১৭
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

চট্টগ্রামের স্থানীয় আঞ্চলিক ভাষায় প্রায় এক মিনিট ৩০ সেকেন্ডের ওই অডিওতে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের বলেছেন,‘হ বাবু, আই তোয়ার বেশি বেইগ্গিন দেইক্কি, খুব খুশি হই। বাস্তবে খুব খুশি হই। ফায়দা তুলবাদে আর তুন্নি, চাঁদা তুলিবাদে আঁর মানুষ দিইনি...., বন্দুক তন্দুক লইয়ানে। আর তোয়ার লাইন থাইবাদে আকবইজ্জার পোয়াদে্দ। বেইগ্গিন আই জানি। অতীতের এগিন বেয়ক ওয়াকিফাল থাকিও নো, দুই লাখ টেয়া তোয়ারে ব্যবস্থা করে দি ই।’

অর্থাৎ তোমার সঙ্গে গোলাম আকবরের ছবি দেখে খুব খুশি হয়েছি। বাস্তবে খুশি হয়েছি। ফায়দা নিবা যে আমার থেকে। চাঁদা তুলবা আমার মানুষ দিয়ে, বন্দুক-টন্দুক নিয়ে। আর তোমার সঙ্গে যোগাযোগ থাকবে আকবরের (উত্তর জেলা বিএনপির আহ্বায়ব গোলাম আকবর খন্দকার ) সঙ্গে। সবকিছু আমি জানি। অতীত জেনেও, তোমাকে দুই লাখ টাকা দিছি। এই অডিও প্রকাশের পর চট্টগ্রামের বিএনপি নেতাদের মধ্যে চরম অস্বস্তি ও বিভাজন তৈরি হয়েছে। অনেকে বলছেন, দলের ভেতরের কোন্দল ও অর্থনৈতিক স্বার্থ এখন খোলামেলাভাবে সামনে চলে এসেছে।

বিজ্ঞাপন

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে এক ইউনিয়ন পর্যায়ের নেতার কথোপকথনের একটি অডিও ক্লিপ সম্প্রতি ফাঁস হয়েছে। সেখানে তাকে চাঁদাবাজি ও অস্ত্র ব্যবহারের নির্দেশ দেয়ার ইঙ্গিত দিতে শোনা গেছে। অডিওটি ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে।

গিয়াস কাদের চৌধুরী যাকে উদ্দেশে করে বলেন তিনি হলেন জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য পিয়ার মো. বাবু।

অডিওয়ের বিষয়টি স্বীকার করে গিয়াস কাদের চৌধুরী আমার দেশকে বলেন, বাবু আমাদের ছেলেদের ব্যবহার করে চাঁদাবাজি করতো। তারপর সে আকবরের কাছে চলে গেছে। দু’লাখ টাকার বিষয়ে গিয়াস কাদের বলেন, এই টাকা আমি তাকে চিকিৎসা করতে দিয়েছি।

এ বিষয়ে যোগাযোগ করলে বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক গোলাম আকবর খন্দকার বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। গিয়াস কাদের এসবই করেন। বাবু আমার অনুসারী নয়, সে ওনার (গিয়াস কাদেরের) অনুসারী। এমনকি বাবু আমার কুশপুত্তলিকা দাহ করেছে। দলের ভেতরে যারা বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তারা এগুলোই করবেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, এই অডিও ক্লিপ বিএনপির চলমান অভ্যন্তরীণ কোন্দলকে আরো জটিল করে তুলবে। বিশেষ করে চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি ও হাটহাজারী এলাকায় গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে।

চট্টগ্রামে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে একাধিক সহিংস ঘটনা ঘটেছে। শুধু গত ১১ মাসে উত্তর জেলার অন্তত চার উপজেলায় অন্তত ১৮টি হত্যাকাণ্ড ঘটেছে, যার সঙ্গে দলের কোন্দলের সম্পর্ক রয়েছে বলে স্থানীয় সাংবাদিক ও থানা পুলিশের একাধিক সূত্র জানিয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত