কক্সবাজারে সংস্কৃতি উপদেষ্টা ফারুকী
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, 'জুলাই-আগস্ট যোদ্ধারা গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা অভ্যুত্থানের শহীদদের স্মৃতি রক্ষায় একটা স্মৃতি জাদুঘর করতেছি, যেখানে মানুষ গেলেই এই অভ্যুত্থানের স্মৃতি ভেসে উঠবে।'
নিজের প্রত্যাশার কথা জানিয়ে ফারুকী বলেন, ‘আমরা শুরু করেছি, সামনে যারা আসবে তারাও এগুলো ধরে রাখবে।'
শনিবার কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত পাঁচজনকে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শনিবার বিকেলে পেকুয়া উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। ওই সময় সংস্কৃতি উপদেষ্টা পাঁচজন আহত জুলাই যোদ্ধার হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পরে তিনি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় শহীদ, পেকুয়ার সন্তান ওয়াসিম আকরামের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি বলেন, 'আমরা চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের বাড়িতে এসেছি জুলাই গণঅভ্যুত্থানে স্মৃতি জাদুঘরের জন্য ওয়াসিমের কিছু স্মৃতি সংগ্রহের জন্য।' রোববার চট্টগ্রামের আরো তিনজন শহীদ শান্ত, ওমর ফারুক ও শহিদের বাড়িতে যাবো। এরপর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কমিটি রয়েছে, তারা সব শহীদদের বাড়িতে গিয়ে তাদের স্মৃতিচিহ্নগুলো সংগ্রহ করবে। যাতে পরবর্তী প্রজন্ম তা দেখে দেশ রক্ষায় এগিয়ে আসে। সরকার তাদের এই অবদানের স্বীকৃতি দিচ্ছে।
এসব আনুষ্ঠানিকতায় উপদেষ্টার সাথে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, সিনিয়র এএসপি সার্কেল (মহেশখালী) মানবেন্দ্র, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা ও শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম।
সংস্কৃতি উপদেষ্টা যাদের হাতে চেক তুলে দেন তাদের মধ্যে আছেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা আমিনুল হাসান রাফি, আকিল বিন জাকের, হেলাল উদ্দিন, সায়েদ মোহাম্মদ শামীম ও মাকসাদুল মুনতাসীর।
এমএস
অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, 'জুলাই-আগস্ট যোদ্ধারা গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা অভ্যুত্থানের শহীদদের স্মৃতি রক্ষায় একটা স্মৃতি জাদুঘর করতেছি, যেখানে মানুষ গেলেই এই অভ্যুত্থানের স্মৃতি ভেসে উঠবে।'
নিজের প্রত্যাশার কথা জানিয়ে ফারুকী বলেন, ‘আমরা শুরু করেছি, সামনে যারা আসবে তারাও এগুলো ধরে রাখবে।'
শনিবার কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত পাঁচজনকে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শনিবার বিকেলে পেকুয়া উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। ওই সময় সংস্কৃতি উপদেষ্টা পাঁচজন আহত জুলাই যোদ্ধার হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পরে তিনি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় শহীদ, পেকুয়ার সন্তান ওয়াসিম আকরামের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি বলেন, 'আমরা চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের বাড়িতে এসেছি জুলাই গণঅভ্যুত্থানে স্মৃতি জাদুঘরের জন্য ওয়াসিমের কিছু স্মৃতি সংগ্রহের জন্য।' রোববার চট্টগ্রামের আরো তিনজন শহীদ শান্ত, ওমর ফারুক ও শহিদের বাড়িতে যাবো। এরপর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কমিটি রয়েছে, তারা সব শহীদদের বাড়িতে গিয়ে তাদের স্মৃতিচিহ্নগুলো সংগ্রহ করবে। যাতে পরবর্তী প্রজন্ম তা দেখে দেশ রক্ষায় এগিয়ে আসে। সরকার তাদের এই অবদানের স্বীকৃতি দিচ্ছে।
এসব আনুষ্ঠানিকতায় উপদেষ্টার সাথে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, সিনিয়র এএসপি সার্কেল (মহেশখালী) মানবেন্দ্র, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা ও শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম।
সংস্কৃতি উপদেষ্টা যাদের হাতে চেক তুলে দেন তাদের মধ্যে আছেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা আমিনুল হাসান রাফি, আকিল বিন জাকের, হেলাল উদ্দিন, সায়েদ মোহাম্মদ শামীম ও মাকসাদুল মুনতাসীর।
এমএস
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে