টেকনাফে সাগর পথে ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১৭: ৫৫

মিয়ানমার থেকে সাগর পথে টেকনাফে আবারও অনুপ্রবেশ করলো নারী-পুরুষ, শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা। রবিবার দুপুরে টেকনাফের মেরিন ড্রাইভ সাবরাংয়ের মুন্ডার ডেইলঘাট এলাকা দিয়ে প্রবেশ করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হেফাজতে থাকা রোহিঙ্গাদের মধ্যে ৫ নারী ১০ শিশু ২১ পুরুষ রয়েছে। তাদের আবারও মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এহসান উদ্দিন বলেন, রোববার দুপুরে দিকে মেরিন ড্রাইভ টেকনাফ মুন্ডার ডেইলে রোহিঙ্গা অনুপ্রবেশে করলে খবর পেয়ে বিজিবি তাদের হেফাজতে নেন।

টেকনাফ-২ বিজিবির মেজর ইশতিয়াক আহমেদ বলেন, সাগরপথে ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের কে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পুশব্যাক করা হবে। রোহিঙ্গা অনুপ্রবেশে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত