কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে গরুবোঝাই যানবাহনে

গাড়ি থামিয়ে ইউএনও’র নামে চাঁদাবাজি

আনছার হোসেন, কক্সবাজার
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৫৯

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলা রশিদনগর এলাকায় গরুবোঝাই যানবাহন থামিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে একটি সংঘবদ্ধ চক্র। ওই চক্রটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ও গর্জনিয়া বাজারের ইজারাদার আবদুর রহিমের নাম ভাঙ্গিয়ে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

চক্রটি রশিদনগর ইউনিয়নের নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়কে ব্যারিকেড দিয়ে প্রতি গরু থেকে ৩০০ টাকা হারে আদায় করছে। এতে খামারি, গরু ব্যবসায়ী ও গৃহপালিত গবাদি পশু বাজারে বিক্রি করতে যাওয়া এলাকার সাধারণ মানুষকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। গাড়ি থামিয়ে চাঁদা আদায়কারিরা দাবি করছেন, রামুর ইউএনও’র নির্দেশ মোতাবেক টাকা আদায় করা হচ্ছে।

সূত্র মতে, প্রতিদিন এই সড়ক হয়ে হাজারের অধিক গরু বিভিন্ন হাটবাজারে যায়। সেই হিসেবে এখানে একদিনে তিন লাখ টাকা এবং মাসে প্রায় কোটি টাকা চাঁদা আদায় করা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, মহাসড়কের রশিদনগর ইউনিয়নের কাহাতিয়া পাড়া ও ধলিরছড়া এলাকার দুর্ধর্ষ একদল ডাকাত ও দাগি সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে গরুবোঝাই গাড়ি আটকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। রামুর ইউএনও তাদের সড়কে দাঁড় করিয়েছে বলেও তারা প্রকাশ্যে স্বীকারোক্তি দিয়ে যাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রশিদনগর নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সামনে গরুবোঝাই গাড়ি আটকে প্রকাশ্যে চাঁদা তুলছে ৮-১০ জনের একটি গ্রুপ। পাশাপাশি সড়কের দুই পাশে লাঠি ও দেশীয় অস্ত্র হাতে বিক্ষিপ্তভাবে তাদের গ্রুপের আরও ৫০-৬০ জনকে বসা এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখা গেছে।

ওই সময় চাঁদা আদায়কারি দলের সদস্য বেলাল ও জব্বার জানান, রশিদবিহীন অবৈধ গরু চেক করতে ইউএনও এবং গর্জনিয়ার ইজারাদার আবদুর রহিম তাদের দায়িত্ব দিয়েছেন। রশিদবিহীন অবৈধ গরু শনাক্ত হলে ইজারাদারের কাছ থেকে ৩শ থেকে ৬শ টাকায় রশিদ বা টোকেন নিলে তারা গরু ছেড়ে দিচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক রশিদনগর ইউনিয়ন পরিষদের এক সদস্য জানান, যারা সড়কে গাড়ি আটকে টাকা আদায় করছে তারা সকলে চিহ্নিত ডাকাত ও সন্ত্রাসী। যারা একসময় সাবেক চেয়ারম্যান শাহআলমের অনুসারী হয়ে কাজ করতো।

ইউএনও এমন লোকজনকে কেন দায়িত্বে নিয়েছেন বোধগম্য নয় বলে মন্তব্য করেন তিনি।

রামু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সানাউল্লাহ সেলিম সাংবাদিকদের জানান, সরকারিভাবে গর্জনিয়া বাজারের নির্ধারিত সীমানা এক মাইল। এই দূরত্বের মধ্যে ইজারা আদায় করার নিয়ম থাকলেও রামুর ইউএনও অনৈতিকভাবে পুরো উপজেলায় ইজারাদার রহিমকে হাসিল আদায়ের সুযোগ করে দিয়েছেন।

তার মতে, গর্জনিয়া বাজারের ইজারাদার আবদুর রহিমের সাথে যোগসাজশ করে মূলত ইউএনও চোরাচালান বন্ধের নাটক মঞ্চায়ন করছেন। রশিদ বিক্রির মাধ্যমে অবৈধ গরুকে বৈধতা দিচ্ছেন, একই সাথে অর্থনৈতিক সুবিধা নিচ্ছেন।

রশিদনগর ইউনিয়ন বিএনপির দায়িত্বশীল এক নেতা জানান, ডাকাত সর্দার সাদ্দাম, আওয়ামী দোসর সালাহ উদ্দিন, রমিজ, তৈয়ব ও মোস্তাকের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল সড়কে ব্যারিকেড দিয়ে গরু ভর্তি গাড়ি থেকে প্রকাশ্য চাঁদা আদায়

করছে। সড়কের এই চাঁদা আদায় বন্ধে ইউনিয়ন বিএনপি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সামনে একটি পুলিশ বক্স স্থাপনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করেছে বলেও জানান

তিনি।

রশিদনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক মাসুম সাংবাদিকদের জানান, সড়কে গরুবোঝাই গাড়ি থেকে চাঁদা আদায়ের বিষয়টি তিনি জেনেছেন। কয়েকদিন ধরে ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে ব্যস্ত থাকায় বিষয়টি

নিয়ে তিনি অগ্রসর হতে পারেননি।

এ ব্যাপারে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম সাংবাদিকদের জানান, রামুতে বৈষম্যবিরোধী ছাত্রদের চোরাচালান বন্ধের দাবির পরিপ্রেক্ষিতে রশিদনগর পয়েন্টে অবৈধ গরু আটকের নোটিশ জারি করা হয়। পরে

বৈষম্যবিরোধী ছাত্রদের নিয়ে গরু চোরাচালান বন্ধে ওই এলাকায় পর্যবেক্ষণও করা হচ্ছে। একই সাথে অবৈধ গরু আটকে জনসাধারণকে সজাগ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তবে মহাসড়কে ইউএনও ও অন্য এলাকার ইজারাদারের নামে টাকা তোলা এবং তা বন্ধে যুক্তিযুক্ত কোন উত্তর তিনি দেননি। তিনি শুধু নীতিবাক্য ও কথার মারপ্যাঁচে মূল বিষয় এড়িয়ে যান।

এ ব্যাপারে রামুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মঈনুর রশিদ ও জায়েদ বীন আমান জানান, তাদের নাম ব্যবহার করে একটি মহল সূক্ষ্মভাবে অর্থনৈতিক ফায়দা হাসিল করছে। মূলত তাদের ব্যবহার করা হয়েছে। প্রকৃত ঘটনা না জেনে অনেকে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর আঙুল তুলছে।

এই দুই সমন্বয়ক জানান, তারা অবৈধ চোরাচালান বন্ধে উপজেলা প্রশাসনের কাছে দাবি দিয়েছেন। তবে সড়কে গাড়ি আটকে অবৈধ গরু আটক করা বা টাকা নিয়ে ছেড়ে দেয়া এসব তাদের কাজ নয়। যারা করছে তারা ডাকাত, সন্ত্রাস ও চাঁদাবাজ। এখানে বৈষম্যবিরোধী ছাত্রদের কোনো সম্পৃক্ততা নাই বলে পরিষ্কার জানিয়ে দেন তারা।

গর্জনিয়া বাজারের ইজারাদার আবদুর রহিম তার নামে চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, সড়কে ডাকাতরাই গরুর গাড়ি থেকে চাঁদা আদায় করছে।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত