ফেনীতে আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ০৬

ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ফতেহপুর এলাকায় তার পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বাড়ির কেয়ারটেকার নামাজ পড়তে গেলে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়ে সটকে পড়ে। খবর পেয়ে এলাকার বাসিন্দারা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। এতে হলরুমে কেয়ারটেকারের আসবাবপত্র, কাপড়-চোপড় এবং ড্রয়িংরুমের কিছু অংশ পুডে যায়।

জানা যায়, জহির উদ্দিন মাহমুদ লিপটন পরিবারের অপর সদস্যরা সরকারি চাকরির সুবাদে এলাকার বাহিরেই থাকেন। গত বছরের ৫ আগস্টের পর থেকে বাড়িটিতে কেউ থাকে না।

এদিকে রাতেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনায় লিপটন লিখেছেন, প্রিয় ফেনী সোনাগাজী ও নবাবপুরবাসী আমার বাডিতে সন্ত্রাসী বন্ধুদের অগ্নিসংযোগে আমি মোটেও বিচলিত নয়, যেখানে বাংলা এবং বাঙালির তীর্থস্থান ধানমন্ডি-৩২ নাম্বারে আগুন জ্বালিয়ে বুলডোজার দিয়ে ঘুটিয়ে পুরো বাংলাদেশকে

অগ্নিকুণ্ডের ভুতুড়ে বানিয়ে ফেলা হয়েছে। সেখানে আমার মতো নগন‍্য একজন মুক্তিযোদ্ধার সন্তানের বাড়ি পুড়িয়ে ফেলা খুবই স্বাভাবিক আমার কাছে।

তবে প্রশ্ন কেন প্রায় ১৩ মাস পর এমন পরিকল্পিত অগ্নিসংযোগ। আমি কি গত কয়েক মাসে আওয়ামী লীগ হয়েছি নাকি, অন‍্য কিছু। আমি বিচার চাই না। কারণ, আগে ৩২ ভাঙার বিচার। তারপর এভাবে বাংলার আনাচে-কানাচে পড়ে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থাপনা। ধন‍্যবাদ তোমাদের এগিয়ে যাও।

সোনাগাজী মডেল থানার ওসি বায়োজিদ আকন বলেন, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে সর্বোচ্চ ২০ হাজার টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হতে পারে। তবে, কীভাবে লেগেছে এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারিনি।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত