জেলা প্রতিনিধি, ফেনী
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রুপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেছেন,গণমাধ্যম কোনো দিন মুক্ত ছিল না, হয়নি, হবেও না।
শনিবার ফেনী রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেনী আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমীন খান, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আব্দুর রহিম।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,দৈনিক ফেনী'র সম্পাদক আরিফ রিজভী, যমুনা টিভির প্রতিবেক আরিফুর রহমান, সময় টিভির আতিয়ার স্বজল প্রমুখ।
তিনি বলেন, গত ৮ মাসে আমরা অনেক স্বাধীনতা ভোগ করেছি। এ অবস্থা সব সময় থাকবে না। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ফেনী থেকে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে হবে। কোনো পক্ষ বিপক্ষ নয়, মানুষের প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ থেকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে যারা নিপীড়িত আমরা তাদের পক্ষে আগেও ছিলাম, এখনো আছি। আসলে সব জায়গায় অনৈক্য, এটা জাতীয় পর্যায়েও রয়েছে। রাজনীতির সাথে সাংবাদিকতাকে এক করা যাবে না। জাতীয় পর্যায়ে থেকে মফস্বল পর্যন্ত সাংবাদিকদের মধ্যে অনৈক্য রয়েছে। তাই গণমাধ্যম কোনো দিন মুক্ত হয়নি।
এমএস
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রুপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেছেন,গণমাধ্যম কোনো দিন মুক্ত ছিল না, হয়নি, হবেও না।
শনিবার ফেনী রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেনী আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমীন খান, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আব্দুর রহিম।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,দৈনিক ফেনী'র সম্পাদক আরিফ রিজভী, যমুনা টিভির প্রতিবেক আরিফুর রহমান, সময় টিভির আতিয়ার স্বজল প্রমুখ।
তিনি বলেন, গত ৮ মাসে আমরা অনেক স্বাধীনতা ভোগ করেছি। এ অবস্থা সব সময় থাকবে না। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ফেনী থেকে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে হবে। কোনো পক্ষ বিপক্ষ নয়, মানুষের প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ থেকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে যারা নিপীড়িত আমরা তাদের পক্ষে আগেও ছিলাম, এখনো আছি। আসলে সব জায়গায় অনৈক্য, এটা জাতীয় পর্যায়েও রয়েছে। রাজনীতির সাথে সাংবাদিকতাকে এক করা যাবে না। জাতীয় পর্যায়ে থেকে মফস্বল পর্যন্ত সাংবাদিকদের মধ্যে অনৈক্য রয়েছে। তাই গণমাধ্যম কোনো দিন মুক্ত হয়নি।
এমএস
কক্সবাজারে গভীর সমুদ্রে পাচারের মুহূর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় তিন মানবপাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
১ few সেকেন্ড আগেএ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২৩ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
২৯ মিনিট আগে