'গণমাধ্যম কোনো দিন মুক্ত ছিলো না হয়নি হবেও না'

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশ : ০৩ মে ২০২৫, ১৮: ৫৯

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রুপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেছেন,গণমাধ্যম কোনো দিন মুক্ত ছিল না, হয়নি, হবেও না।

শনিবার ফেনী রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেনী আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমীন খান, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আব্দুর রহিম।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,দৈনিক ফেনী'র সম্পাদক আরিফ রিজভী, যমুনা টিভির প্রতিবেক আরিফুর রহমান, সময় টিভির আতিয়ার স্বজল প্রমুখ।

তিনি বলেন, গত ৮ মাসে আমরা অনেক স্বাধীনতা ভোগ করেছি। এ অবস্থা সব সময় থাকবে না। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ফেনী থেকে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে হবে। কোনো পক্ষ বিপক্ষ নয়, মানুষের প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ থেকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে যারা নিপীড়িত আমরা তাদের পক্ষে আগেও ছিলাম, এখনো আছি। আসলে সব জায়গায় অনৈক্য, এটা জাতীয় পর্যায়েও রয়েছে। রাজনীতির সাথে সাংবাদিকতাকে এক করা যাবে না। জাতীয় পর্যায়ে থেকে মফস্বল পর্যন্ত সাংবাদিকদের মধ্যে অনৈক্য রয়েছে। তাই গণমাধ্যম কোনো দিন মুক্ত হয়নি।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত