রামগঞ্জে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৩২

লক্ষ্মীপুরের রামগঞ্জে দেশব্যাপী পরিচালিত গণসংযোগ পক্ষের অংশ হিসেবে সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ পৌর শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা আমির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজমুল হাসানের নেতৃত্বে গণসংযোগে আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌরসভা আমির অ্যাডভোকেট হাসান বান্না, উপজেলা নায়েবে আমির মাস্টার আবুল হোসেন, পৌর সেক্রেটারি মাওলানা ইসমাইল ইলিয়াস, উপজেলা ও পৌর যুব বিভাগের সেক্রেটারি শামসুল আলম নিপ্পন ও এনামুল আহসান রুবেল প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ রাস্তাঘাটসহ অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ সহজকরণ ও হয়রানি বন্ধে পদক্ষেপ গ্রহণসহ নানাবিধ বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

এছাড়া গত ১৭ বছর রাষ্ট্রীয় ষড়যন্ত্র ও প্রোপাগান্ডার শিকার বাংলাদেশ জামায়াতে ইসলামের গত এক বছরের কর্মকাণ্ডের কোনো সমালোচনা, সংশোধনী ও পরামর্শ থাকলে সেটিও দেয়ার জন্য বিভিন্ন কর্মকর্তাকে অনুরোধ জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, আমরা সবাই মিলে আমাদের এই ভঙ্গুর রাষ্ট্রটাকে ন্যায়-ইনসাফ, সততা, আমানতদারিতা ও দেশপ্রেমের মূল্যবোধের ভিত্তিতে কল্যাণমূলক দেশ হিসেবে গড়তে চাই।

আপনারা সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে রাষ্ট্রের সে আমানত যথাযথভাবে পালন করবেন এবং আমরাসহ জনগণের সার্বিক সহযোগিতায় প্রয়োজনে মতামত নেবেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন শীষসহ অন্যান্য কর্মকর্তা জামায়াতের গঠনমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত