আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পরশুরামে মৎস্য অভয়াশ্রমে দেশি মাছ উৎপাদনের সম্ভাবনা

এমএ হাসান, পরশুরাম-ফুলগাজী (ফেনী)

পরশুরামে মৎস্য অভয়াশ্রমে দেশি মাছ উৎপাদনের সম্ভাবনা
পরশুরামের চিথলিয়া জলাখালে পতাকা চিহ্নিত মাছের অভয়াশ্রম। ছবি: আমার দেশ

‎জলজ বৈচিত্র্য সংরক্ষণে দেশি মৎস্য প্রজাতির অবাধ প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় গড়ে তোলা হচ্ছে স্থায়ী মৎস্য অভয়াশ্রম। তার ধারাবাহিকতায় পরশুরামে স্থাপন করা হয়েছে স্থায়ী মৎস্য অভয়াশ্রম।

‎ফেনী-পরশুরাম সড়কের চিথলিয়া ইউনিয়নের শ্রীভাঙ্গা ব্রিজের পূর্ব ও পশ্চিমে চিথলিয়া খালে মাছের অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে সরকারি উদ্যোগে।

বিজ্ঞাপন

‎জানা গেছে, প্রতি বছর বন্যা, প্রাকৃতিক দুর্যোগ ও মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারে দেশি প্রজাতির মাছের উৎপাদন আশঙ্কাজনকভাবে কমেছে, যার ফলে জীববৈচিত্র্য ও জলবায়ুর প্রাকৃতিক ভারসাম্যে বিঘ্ন ঘটেছে। প্রজনন মৌসুমে, বিশেষ করে মার্চ থেকে মে এবং অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত পোনা উৎপাদনের জন্য মা মাছ নিরাপদ পরিবেশ চায়। কিন্তু বছরের পর বছর ধরে এ সময় অতিরিক্ত মাছ ধরা, চায়না জাল, বিষ প্রয়োগসহ নানা অবৈধ কর্মকাণ্ডের ফলে দেশি প্রজাতির মাছের সংখ্যা কমতে থাকে। এতে ক্ষতিগ্রস্ত হয় মাছের প্রাকৃতিক প্রজনন চক্র।

‎উপজেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, প্রকৃতি ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় বিলুপ্তপ্রায় দেশি প্রজাতির জলজ জীববৈচিত্র্যের সংরক্ষণ, অবাধ প্রজনন, বিলুপ্তপ্রায় মাছের বংশ রক্ষা এবং প্রজননক্ষম মা মাছের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার জন্য ডিসেম্বর মাসের শেষ দিকে চিথলিয়া জলাখালের ১ দশমিক ৪ হেক্টর জলাশয়ে নির্দিষ্ট এলাকায় গাছের ডাল ফেলা হয়েছে। বাঁশ দিয়ে বেড়া এবং সংরক্ষিত এলাকায় লাল পতাকা টানানো হয়েছে। এ এলাকায় নিষেধাজ্ঞা রয়েছে মা মাছ ধরার ক্ষেত্রে। মা মাছ রক্ষায় বিশেষ ঝাউ ফেলা হয়েছে। এলাকাটিকে ঘোষণা করা হয়েছে মৎস্য অভয়াশ্রম। এখানে মা মাছ প্রজননের সময় ডিম পাড়বে এবং মাছ উৎপাদন হবে। ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ৪০ হাজার টাকা ব্যয়ে এই অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। চিথলিয়া, ধনীকুণ্ডা, মধ্যম ধনীকুণ্ডা, রামপুর, রতনপর ও দুর্গাপুর গ্রামের ১২ জনের সমন্বয়ে সুফলভোগী গ্রুপ গঠনের মাধ্যমে মৎস্য অভয়াশ্রমটির রক্ষণাবেক্ষণ করা হচ্ছে ।

‎‎খোন্দকিয়া গ্রামের জেলে প্রতিনিধি লিটন চন্দ্র দাস বলেন, মাছের এই অভয়াশ্রম সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে দেশি মাছের বংশ বিস্তারে রক্ষা পাবে।

‎এদিকে মুহুরী নদীতে বেইলি ব্রিজের উত্তর পাশে আরেকটি মৎস্য অভয়াশ্রম গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে মৎস্য বিভাগ। সরকারি বরাদ্দ পেলে সেটি দ্রুত বাস্তবায়ন করা হবে বলে মৎস্য অফিস জানিয়েছে।

‎পরশুরাম উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান জানান, মৎস্য অভয়াশ্রমটির মাধ্যমে প্রজননক্ষম মাছের সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, দেশি প্রজাতির মাছের বিলুপ্তপ্রায় প্রজাতিসমূহ রক্ষা এবং প্রাকৃতিক উৎস থেকে মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে। মুহুরী নদীতে মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা প্রসঙ্গে তিনি বলেন, নদীর উত্তরে বড় একটি কূপ রয়েছে। সেখানে মৎস্য অভয়াশ্রম তৈরি করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।

‎পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া সুলতানা বলেন, বাস্তু সংস্থান টিকিয়ে রাখতে জলাখালটিকে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এতে দেশি প্রজাতির মাছের প্রজনন বাড়বে এবং খালের সঠিক রক্ষণাবেক্ষণ হবে।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন