কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি
নানা কর্মসূচির মধ্যদিয়ে কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসে এবছরে প্রতিপাদ্য বিষয় গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসনের জন্য সংবাদপত্র ও গণ মাধ্যমের স্বাধীনতা জরুরি।
শনিবার সকালে কুমিল্লা নগরীর বাগিচাগাঁওয়ে রোটারী ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও সাংবাদিক সম্মাননার আয়োজন করা হয়।
এ দিবসের মূল প্রতিপাদ্য বিষয় স্বাধীন ও বহুমুখী সাংবাদিকতা চর্চার নিশ্চয়তা দেয়া।
এই ঘোষণার মাধ্যমে বোঝানো হয় যে, অর্থনৈতিক উন্নয়ন ও জাতির গণতন্ত্র বিকাশের জন্য সংবাদপত্রের স্বাধীনতা জরুরি। মূলত ৩ মে এই 'উইন্ডহক ডিকলারেশন' ঘোষিত হওয়ায় প্রতি বছর বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উদ্যাপন করা হয়।
সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালবেলা পত্রিকার কুমিল্লার ব্যুরো প্রধান মাসুক আলতাফ চৌধুরী, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মো. লুৎফুর রহমান, কুমিল্লা প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও একাত্তর টিভির প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক,দেবিদ্বার প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।
দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন, দিবসের ওপর বক্তব্য রাখেন যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন,দৈনিক আমার দেশ কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি মো. শাহ আলম শফি, সিনিয়র সাংবাদিক দৈনিক পূর্বাশার প্রতিনিধি মো. সহিদুল্লাহ, সমতট পত্রিকার সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন দামাল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লিখতে গেলে হামলা মিথ্যা মামলা আসতে পারে আর সে সব মোকাবেলা করতে হবে সাংবাদিকরা ঐক্যবদ্ধ থেকে। কুমিল্লায় অনিয়মের সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক হামলা ও লাঞ্ছিতের শিকার হয়েছেন। সাংবাদিক কারো শত্রু নয়। সাংবাদিকরা সত্য প্রকাশ করে ও অন্যায়ের বিরুদ্ধে কলম ধরে। সাংবাদিককে দাবিয়ে রাখলে গণতন্ত্র, সুশাসন ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে। জাতিসংঘ ও ইউনেস্কো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সে কথাই বলছে।
এমএস
নানা কর্মসূচির মধ্যদিয়ে কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসে এবছরে প্রতিপাদ্য বিষয় গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসনের জন্য সংবাদপত্র ও গণ মাধ্যমের স্বাধীনতা জরুরি।
শনিবার সকালে কুমিল্লা নগরীর বাগিচাগাঁওয়ে রোটারী ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও সাংবাদিক সম্মাননার আয়োজন করা হয়।
এ দিবসের মূল প্রতিপাদ্য বিষয় স্বাধীন ও বহুমুখী সাংবাদিকতা চর্চার নিশ্চয়তা দেয়া।
এই ঘোষণার মাধ্যমে বোঝানো হয় যে, অর্থনৈতিক উন্নয়ন ও জাতির গণতন্ত্র বিকাশের জন্য সংবাদপত্রের স্বাধীনতা জরুরি। মূলত ৩ মে এই 'উইন্ডহক ডিকলারেশন' ঘোষিত হওয়ায় প্রতি বছর বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উদ্যাপন করা হয়।
সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালবেলা পত্রিকার কুমিল্লার ব্যুরো প্রধান মাসুক আলতাফ চৌধুরী, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মো. লুৎফুর রহমান, কুমিল্লা প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও একাত্তর টিভির প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক,দেবিদ্বার প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।
দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন, দিবসের ওপর বক্তব্য রাখেন যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন,দৈনিক আমার দেশ কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি মো. শাহ আলম শফি, সিনিয়র সাংবাদিক দৈনিক পূর্বাশার প্রতিনিধি মো. সহিদুল্লাহ, সমতট পত্রিকার সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন দামাল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লিখতে গেলে হামলা মিথ্যা মামলা আসতে পারে আর সে সব মোকাবেলা করতে হবে সাংবাদিকরা ঐক্যবদ্ধ থেকে। কুমিল্লায় অনিয়মের সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক হামলা ও লাঞ্ছিতের শিকার হয়েছেন। সাংবাদিক কারো শত্রু নয়। সাংবাদিকরা সত্য প্রকাশ করে ও অন্যায়ের বিরুদ্ধে কলম ধরে। সাংবাদিককে দাবিয়ে রাখলে গণতন্ত্র, সুশাসন ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে। জাতিসংঘ ও ইউনেস্কো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সে কথাই বলছে।
এমএস
এ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২৩ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
২৯ মিনিট আগেবিএনপি নেতা সামছুল ইসলাম জেলার সদর উপজেলার সাধারণ সম্পাদক। ছাড়া পাওয়া দুই আসামি হলেন, সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান ওরফে রানা (৪০) ও একই কমিটির সদস্য মামুন আহমেদ (৩৮)।
৪১ মিনিট আগে