ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করুন, নারীদের রক্ষা করুন: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৭: ৫১

চট্টগ্রামে শোভাযাত্রার মধ্য দিয়ে বুধবার ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাসের কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি জিইসি মোড়ে বিএমএ ভবনে গিয়ে শেষ হয়। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করুন, নারীদের রক্ষা করুন। প্রতিটি পরিবারের নারী সদস্যকে ব্রেস্ট ক্যান্সার থেকে বাঁচাতে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে। সময়মতো পরীক্ষা ও চিকিৎসা নিলে এই রোগ থেকে মুক্ত থাকা সম্ভব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ব্রেস্ট ক্যান্সার সচেতনতার এ উদ্যোগ সারা দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

উল্লেখ্য, এ কর্মসূচিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর ও পিজিএস একাডেমিয়া সম্পৃক্ত হয়েছে। পরে সিএসসিআর কনফারেন্স রুমে বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও কনসালটেশন কর্মসূচির উদ্বোধন করেন মেয়র। এতে সভাপতিত্ব করেন সিএসসিআর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী।

অক্টোবর মাসজুড়ে প্রতি শনিবার, সোমবার ও বুধবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত সিএসসিআরে বিনামূল্যে স্ক্রিনিং সেবা দেওয়া হবে। এছাড়া প্রয়োজনীয় পরীক্ষায় ৫০ শতাংশ ছাড় থাকবে। উদ্বোধনী দিনে ৩৫ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়।

শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম. এ. মালেক, দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জসিম উদ্দিন, উপ-অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, সিএসসিআর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী এবং পিজিএস একাডেমিয়ার চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার এ. কে. আজাদ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত