জমি নিয়ে বিরোধে জেঠাতো ভাইকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ইসহাক জামায়াত নেতা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৪৭
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৩৭

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শামসু আলম (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) এশার নামাজের কিছু আগে ইউনিয়নের দক্ষিণ রাজঘাট কচু তমা মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শামসু আলম দক্ষিণ রাজঘাট গ্রামের মৃত আহমদ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, হামলার নেতৃত্ব দেন তার আপন জেঠাতো ভাই ও মাতারবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা জামায়াতের সেক্রেটারি ইসহাক।

সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আগে থেকে উৎপেতে থাকা ইসহাকের নেতৃত্বাধীন সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপায়। মাথায় আঘাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মাতারবাড়ী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমিত্র বড়ুয়া বলেন, “জমি সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দোষীদের ধরতে অভিযান চলছে।”

এদিকে রাত ১০টার দিকে পুলিশ ও স্থানীয় জনগণ একযোগে অভিযান শুরু করে। মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হোসাইন মাসুম জানান, জামায়াত নেতা ইসহাকের নেতৃত্বে সন্ত্রাসীরা শামসুকে কুপিয়ে শরীর থেকে পা আলাদা করে মৃত্যু নিশ্চিত করে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, “ঘটনার পর রাতভর পুলিশ অভিযান চালিয়েছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।”

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত