আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমির খসরু ও তার স্ত্রীর সম্পদের পরিমাণ ২১ কোটি, নগদ টাকা ৩ কোটি

জমির উদ্দিন, চট্টগ্রাম

আমির খসরু ও তার স্ত্রীর সম্পদের পরিমাণ ২১ কোটি, নগদ টাকা ৩ কোটি

চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনে সংসদ সদস্য প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তার স্ত্রী তাহেরা আলমের মোট স্থাবর–অস্থাবর সম্পদের পরিমাণ ২১ কোটি টাকার বেশি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় দুজনের নগদ টাকার পরিমাণই ৩ কোটি ২০ লাখ বলে উল্লেখ করা হয়েছে। এ সংখ্যা জমা দেওয়া সকল নথির মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে।

এই আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে বিএনপির দুই প্রার্থী আমির খসরু ও একেএম আবু তাহের। বিশেষ করে আমির খসরুর সম্পদ বিবরণী নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি হলফনামায় দেখিয়েছেন প্রায় ১৫ কোটি টাকার স্থাবর–অস্থাবর সম্পদ, আর তার স্ত্রী তাহেরা আলমের নামে রয়েছে ৬ কোটি টাকার বেশি সম্পদ। সব মিলিয়ে দাম্পত্য সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২১ কোটির ওপরে।

বিজ্ঞাপন

হলফনামার তথ্য অনুযায়ী, আমির খসরুর কাছে নগদ রয়েছে ১ কোটি ৮৭ লাখ টাকা, আর তাহেরা আলমের কাছে রয়েছে ১ কোটি ৩২ লাখ টাকা। দুজন মিলে নগদ টাকার পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ২০ লাখ টাকার বেশি। আমির খসরু তার বার্ষিক আয় দেখিয়েছেন ১ কোটি ৬০ লাখ টাকা। স্থাবর–অস্থাবরের মধ্যে রয়েছে বাড়ি, জমি, বিনিয়োগ, ব্যাংক আমানত, প্রাইভেট ব্যবসায়িক শেয়ার এবং স্বর্ণালংকার। তার স্ত্রীর বার্ষিক আয় ৩৭ লাখ ৮২ হাজার টাকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন